মোহনবাগানের সহজ জয়

Must read

প্রতিবেদন : এএফসি কাপে নেপালের মাচিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারাল মোহনবাগান (Mohun Bagan- Machhindra FC)। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জোড়া গোল করে নায়ক ডিফেন্ডার আনোয়ার আলি। সবুজ-মেরুন সমর্থকদের আশ্বস্ত করে গোল পেলেন জেসন কামিন্সও।
ডার্বির মতো এদিনও তিন বিদেশি দিয়ে শুরু করেছিলেন জুয়ান ফেরান্দো। মোহনবাগান কোচ শুরুতে মাঠে নামিয়েছিলেন কামিন্স, হুগো বুমোস এবং ব্রেন্ডন হ্যামিলকে। ১১ মিনিটেই আশিক কুরুনিয়ানের পাস থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন অনিরুদ্ধ থাপা। কিন্তু তাঁর প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে সাহালের জোরালো শট বাঁচিয়ে দেন মাচিন্দ্রা গোলকিপার। সবুজ-মেরুনের প্রাধান্য থাকলেও, মাঝেমধ্যেই প্রতি আক্রমণে উঠে বাগানের রক্ষণকে পরীক্ষার মুখে ফেলে দিচ্ছিলেন নেপালি ক্লাবের ফুটবলাররাও (Mohun Bagan- Machhindra FC)।
২৭ মিনিটে অবিশ্বাস্যভাবে গোলের সুযোগ নষ্ট করেন কামিন্স। ৩৮ মিনিটেই বুমোসের কর্নার থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন আয়োনার আলি। বিরতির সময় ১-০ গোলে এগিয়ে ছিল বাগান। দ্বিতীয়ার্ধের খেলা মিনিট পনেরো গড়াতে না গড়াতেই বুমোসকে তুলে নেন জুয়ান। মাঠে নামান গতবারের সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে। ৫৯ মিনিটেই কামিন্সের দুরন্ত গোলে ২-০। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে গোল করেন অস্ট্রেলীয় বিশ্বকাপার।
কিন্তু ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মাচিন্দ্রার হয়ে ব্যবধান কমান পিয়েরে ওলুমউ। যদিও ৮৬ মিনিটে ফের গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন আনোয়ার।

আরও পড়ুন- সিভেরিওর গোলে শেষ আটে ইস্টবেঙ্গল

Latest article