মোহনবাগানের পথে বিশ্বকাপার কামিন্স

Must read

প্রতিবেদন: শেষ মুহূর্তে বড় কোনও অঘটন না ঘটলে সবুজ-মেরুন জার্সি পরেই আসন্ন মরশুমে খেলবেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্স (Jason Cummings)। ভারতে খেলা বিদেশিদের মধ্যে তৃতীয় দামি ফুটবলার হতে চলেছেন তিনি। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে একটি ম্যাচ খেলেছেন কামিন্স। স্কটিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় স্ট্রাইকারকে পেতে শুরুতে আগ্রহ দেখিয়েছিল মুম্বই সিটি এফসি। কিন্তু ট্রান্সফার ফি-সহ মোহনবাগানের লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন কামিন্স। ক্লাব ম্যানেজমেন্ট সূত্রে খবর, তারকা অস্ট্রেলীয় স্ট্রাইকারের শর্তে সম্মতি দিয়ে চুক্তি চূড়ান্ত করার পথে মোহনবাগান ম্যানেজমেন্ট।

আগামী শনিবার ৩ জুন অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ ফাইনাল। সেই ম্যাচে মেলবোর্ন সিটির বিরুদ্ধে খেলবে কামিন্সের (Jason Cummings) সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। সূত্রের খবর, এই ম্যাচের পরই মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দেবেন অস্ট্রেলীয় তারকা। কামিন্স কার্যত নিশ্চিত হওয়ার পর আরও দুই ফুটবলারকে সই করাতে মরিয়া মোহনবাগান। হায়দরাবাদ এফসি-র আকাশ মিশ্র এবং চেন্নাইয়িন এফসি-র অনিরুদ্ধ থাপা। আকাশ এই মুহূর্তে দেশের সেরা লেফট ব্যাক। তাঁকে পেতে ঝাঁপিয়েছে মুম্বই সিটি এফসি-ও। তবে মোহনবাগানের পাল্লাই ভারী। ক্লাব কর্তারা আশাবাদী, লোন ডিলের মাধ্যমে আকাশ শেষ পর্যন্ত সবুজ-মেরুন জার্সি পরেই খেলবেন।

অনিরুদ্ধকে নিয়ে অবশ্য এখনই আশার কথা বলা যাচ্ছে না। চেন্নাইয়িনের সঙ্গে অনিরুদ্ধর চুক্তি থাকলেও তাঁকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চায় মোহনবাগান। সবুজ-মেরুনের প্রস্তাবে রাজি চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। তবে অনিরুদ্ধর মতো ধারাবাহিকভাবে সফল মিডিওকে ছাড়া নিয়ে দ্বিধায় তারা।

আরও পড়ুন- মোদিজিকে কোন রাজা ক্ষমতা হস্তান্তর করলেন ?

Latest article