ফের অগ্নিগর্ভ মণিপুর, খতম ৪০ জঙ্গি

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফরের ঠিক আগে ফের উত্তপ্ত মণিপুর (Manipur violence flare-up)। রবিবার মণিপুরের বেশ কিছু জায়গায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। জানা গিয়েছে, শাহর সফরের আগে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তার জেরেই এই সংঘর্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান চলছে বলে খবর। এদিনের সংঘর্ষে ৪০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তবে সেরুতে কুকি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মণিপুর পুলিশ কমান্ডোর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই মণিপুর এখনও অগ্নিগর্ভ হয়ে রয়েছে। সোমবার মণিপুরে আসছেন শাহ। চলতি মাসের শুরু থেকেই মণিপুরে কুকি এবং মেইতেই জনজাতির মধ্য সংঘর্ষ চলছে। সে কারণে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই ছোট্ট পাহাড়ি রাজ্য (Manipur violence flare-up)। সরকারি হিসেবে মারা গিয়েছেন প্রায় ৭০ জন। যদিও প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে অভিযোগ। কারণ এখনও বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে রয়েছে একাধিক দাবিদারহীন দেহ। গত ২৫ দিন ধরে রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বহু মানুষ ঘরছাড়া। অথচ এতবড় ঘটনার পরেও মণিপুরে কোনও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠায়নি কেন্দ্র। যদিও অবিজেপি শাসিত রাজ্যগুলিতে কথায় কথায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে থাকে মোদি সরকার।

আরও পড়ুন- মোদিজিকে কোন রাজা ক্ষমতা হস্তান্তর করলেন ?

Latest article