আজ জিতলেই শীর্ষে মোহনবাগান

দুর্দান্ত ফর্মে তরুণ স্ট্রাইকার সুহেল ভাট। ইতিমধ্যেই ৮ গোল করে ফেলেছেন তিনি। কিয়ান নাসিরি, সুমিত রাঠিরাও নির্ভরতা দিচ্ছেন দলকে।

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ এফসিআই। যারা শেষ ম্যাচে মহামেডানের কাছে তিন গোলে হেরেছে। গোদের উপর বিষফোড়ার মতো ৪৮ ঘণ্টার মধ্যেই ফের মাঠে নামতে হচ্ছে এফসিআইয়ের দলকে।

আরও পড়ুন-জোড়া গোলে জয় ইস্টবেঙ্গলের

অন্যদিকে, মোহনবাগানের (৬ ম্যাচে ১৬ পয়েন্ট) সামনে প্রিমিয়ার লিগের গ্রুপ ‘এ’-র শীর্ষ স্থান দখলের হাতছানি। বৃহস্পতিবার জিতলেই ডায়মন্ড হারবারকে (৮ ম্যাচে ১৭ পয়েন্ট) টপকে এক নম্বরে উঠে আসবে সবুজ-মেরুন। মরশুমের শুরু থেকেই ছন্দে রয়েছে মোহনবাগান। কালীঘাট এমএস ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচ জিতেছে তারা। দুর্দান্ত ফর্মে তরুণ স্ট্রাইকার সুহেল ভাট। ইতিমধ্যেই ৮ গোল করে ফেলেছেন তিনি। কিয়ান নাসিরি, সুমিত রাঠিরাও নির্ভরতা দিচ্ছেন দলকে।

আরও পড়ুন-মা উড়ালপুলে মেরামতির কাজ শুরু হল, রাতে বন্ধ থাকছে যানচলাচল

কলকাতা লিগের দায়িত্বে থাকা মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায় অবশ্য বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। ম্যাচের আগে তাঁর মুখে প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর। বাস্তব বলছেন, এফসিআই ময়দানের ঐতিহ্যশালী ক্লাব। এই দল বহু তারকা ফুটবলারের জন্ম দিয়েছে। কলকাতা লিগের পয়েন্ট টেবিল দেখে কোনও দলকে বিচার করা যায় না। মহামেডান ম্যাচেও ওরা ভাল ফুটবল খেলেছে। দুটো আত্মঘাতী গোল না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। আমাদের সতর্ক থাকতে হবে। লক্ষ্য জয়ের ধারা বজায় রেখে তিন পয়েন্ট তুলে নেওয়া।

Latest article