করোনা মোকাবিলায় মকড্রিল

ফের করোনা সতর্কতা অবলম্বন করে মকড্রিল হয়ে গেল টালিগঞ্জের বাঙুর সুপার স্পেশালিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে।

Must read

প্রতিবেদন : ফের করোনা সতর্কতা অবলম্বন করে মকড্রিল হয়ে গেল টালিগঞ্জের বাঙুর সুপার স্পেশালিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে। পার্শ্ববর্তী রাজ্য সিকিমে করোনা সতর্কতা জারি হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই এই রাজ্যেও আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশনামা আগেই জারি করেছে নবান্ন। নবান্নের নির্দেশে এবং স্বাস্থ্য দফতরের উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি হাসপাতালে করোনা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন-সরকারি উদ্যোগে রাজ্যে অ্যাপ ক্যাব পরিষেবা

এই মর্মে এদিন বাঙুর হাসপাতালে একটি মকড্রিলের মাধ্যমে বিশেষ করোনা ওয়ার্ডের অনুশীলন খুঁটিয়ে দেখলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি ও হাসপাতাল সুপার শিশির নস্কর। এদিন এই করোনার বিশেষ ওয়ার্ড পরিদর্শন করে মকড্রিলের মাধ্যমে করোনা চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ও ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখলেন তাঁরা। ভেন্টিলেশন থেকে নিয়ে অক্সিজেন সরবরাহ সব কিছুই ঠিকঠাক মতো কাজ করছে কি না। সেই সমস্ত ব্যবস্থাপনা খুঁটিয়ে তার সমস্ত প্রস্তুতির কথা জানালেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি। তিনি জানান যে মোট ৯০টি বেড করোনা আক্রান্ত রোগীদের জন্য বাঙুর হাসপাতালের ওয়ার্ডে প্রস্তুত রাখা হয়েছে। যার মধ্যে ৪০টি পুরুষ ও মহিলা, ৪০টি সিসিইউ এবং ১০টি এমারজেন্সি বেড প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন-কুড়মিরাই আন্দোলন নিয়ে বিভক্ত হয়ে গেল, সমাধানসূত্র মিলল না

এছাড়া হাসপাতাল সুপার শিশির নস্কর জানিয়েছেন যে আজকে করোনা ওয়ার্ডের সমস্ত জরুরি ব্যবস্থাপনা সহ ভেন্টিলেশনের সাপ্লাই এবং অক্সিজেনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, যেহেতু পাশের রাজ্য সিকিমে এই করোনার প্রকোপ বেড়েছে। তাই স্বাভাবিক ভাবেই তার একটা প্রভাব এই রাজ্যেও পড়তে পারে। তাই আগাম সতর্কতা অবলম্বন করে মকড্রিলের মাধ্যমে সমস্ত জরুরি পরিষেবা যাচাই করে নেওয়া হল। বিগত করোনা কালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানালেন বাঙুর হাসপাতাল সুপার শিশির নস্কর।

আরও পড়ুন-আন্দোলনের নামে বাম গুন্ডামি

এদিন করোনা ওয়ার্ডের সঙ্গে যুক্ত নার্স থেকে টেকনোলজিস্টদের টিম সমস্ত চিকিৎসা সম্পর্কিত যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেন। যাতে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য একেবারে প্রস্তুত থাকা যায়। এদিন মকড্রিলের মাধ্যমে কোথায় কী খামতি থাকতে পারে, কোথায় কী বিশেষ প্রয়োজন সমস্ত খুঁটিয়ে দেখলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল সহ প্রশিক্ষিত নার্স ও টেকনোলজিস্টরা।

Latest article