আরও ইতিহাস গড়ে যেতে চাই: জকোভিচ, সতীর্থকে শুভেচ্ছা ফেডেরার ও নাদালের

রড লেভার এরিনা আর নোভাক জকোভিচ যেন সমার্থক! এই কোর্টেই কেরিয়ারের দশম অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সার্ব টেনিস তারকা

Must read

মেলবোর্ন, ৩০ জানুয়ারি : রড লেভার এরিনা আর নোভাক জকোভিচ যেন সমার্থক! এই কোর্টেই কেরিয়ারের দশম অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সার্ব টেনিস তারকা। ছুঁয়ে ফেলেছেন রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ডও। তবে এখানেই থামতে রাজি নন জকো। বরং সাফ জানাচ্ছেন, নিজের ট্রফি ক্যাবিনেটে আরও কয়েকটা গ্র্যান্ড স্ল্যাম খেতাব দেখতে চান।

আরও পড়ুন-নেইমারের গোলেও জয় অধরা পিএসজির

সোমবার মেলবোর্নের রয়্যাল বোটানিকাল গার্ডেনের ফটো সেশনের পর মিডিয়ার মুখোমুখি হয়ে জকোভিচ বলেন, ‘‘অবশ্যই আরও কয়েকটা গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিততে চাই। একই সঙ্গে ছেলেদের টেনিসের শীর্ষস্থানও নিজের দখলে রাখতে চাই।’’ ৩৫ বছর বয়সি সার্ব তারকার বাড়তি সংযোজন, ‘‘সাফল্যের খিদেটা আগের মতোই তীব্র রয়েছে। তাই অবসর নিয়ে ভাবছি না। আরও ইতিহাস গড়তে চাই। ফিটনেসের তুঙ্গে থেকে যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চাই।’’

আরও পড়ুন-পশুদের জন্যও চালু হল মোটরবাইক-অ্যাম্বুল্যান্স

এদিকে, ‘রুশ পতাকা’ বিতর্কে জড়িয়ে ছেলের ফাইনাল ম্যাচ দেখতে পারেননি জকোভিচের বাবা সার্জান জকোভিচ। ফাইনালে তাঁর প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জকোভিচ বলছেন, ‘‘আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে খুব বেশি জলঘোলা হবে না। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এমন একটা স্মরণীয় মুহূর্তে বাবাকে গ্যালারিতে দেখতে না পেয়ে খুব দুঃখ পেয়েছি। বাবাও অত্যন্ত হতাশ।’’

আরও পড়ুন-স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা গুয়াবাড়িতে

এদিকে, ২২তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের জন্য জকোভিচকে অভিনন্দন জানিয়েছেন রজার ফেডেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেডেরার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘অবিশ্বাস্য কৃতিত্ব নোভাক! তোমাকে অনেক অভিনন্দন।’’ শুভেচ্ছা জানিয়েছেন নাদালও। তিনি লিখেছেন, ‘‘অভিনন্দন নোভাক। তুমি ও তোমার টিমের কাছে এটা এক অসাধারণ সাফল্য। মুহূর্তটা উপভোগ কর।’’

Latest article