মা ও মেয়ের ডিএনএ নমুনা পাঠানো হল, সৎপালের শেষকৃত্যে সংকট

সেনাপ্রধান বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কোন্নরে ভেঙে পড়েছিল হেলিকপ্টার। তাতেই ছিলেন ওঁর পিএসও দার্জিলিং তাগদার হাবিলদার সৎপাল রাই।

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : ডিএনএ নমুনা পরীক্ষার রিপোর্ট না আসায় শিলিগুড়িতে এল না হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত সেনাকর্মী হাবিলদার সৎপাল রাইয়ের দেহ। হল না শেষকাজও। গত বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কোন্নরে ভেঙে পড়েছিল হেলিকপ্টার। তাতেই ছিলেন ওঁর পিএসও দার্জিলিং তাগদার হাবিলদার সৎপাল রাই।

আরও পড়ুন-ঘুরে দাঁড়াবে সুন্দরবন

শুক্রবার দিল্লিতে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর সৎকার্য হয়ে গেলেও ডিএনএ পরীক্ষার ফল না আসায় সৎপালের দেহ চিহ্নিত করতে পারছে না সেনাবাহিনী। আগুনে ঝলসে যাওয়ায় ছেলে বিকল রাইও চিহ্নিত করতে পারছেন না। তাই বিকল নিজেই ডিএনএ নমুনা পরীক্ষার আবেদন করেন সেনাবাহিনীর কাছে। সেই অনুযায়ী, বিকলের পাশাপাশি তাকদা থেকে সৎপালের মা ও মেয়ের ডিএনএ সংগ্রহ করে শুক্রবার দিল্লি পাঠানো হয়েছে। সৎপাল-পুত্র বিকল সেনাবাহিনীর রাইফেলম্যান।

আরও পড়ুন-জাতীয় দলে আদিবাসী মমতা

জানালেন, বাবার দেহ চিহ্নিত করতে পারছেন না। তাই তিনিই ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়েছেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আগামী সোমবারের মধ্যে ডিএনএ রিপোর্ট চলে আসবে। তারপরেই সৎপালের দেহ শিলিগুড়িতে পাঠানো সম্ভব। সৎপালের দেহ সেনাবাহিনীর বিশেষ এয়ারক্র্যাফটে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে ব্যাংডুবি সেনাছাউনি ঘুরে তাঁর বাড়িতে যাবে। উল্লেখ্য, এখনও চারজনের দেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। তাই সৎকার্যও করা যায়নি।

Latest article