ঘুরে দাঁড়াবে সুন্দরবন

এছাড়া সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে স্টল দিয়েছেন। অনুষ্ঠান চলবে রবিবারও।

Must read

সুস্মিতা মণ্ডল, সাগর : আগামী দিনে বিকল্প কর্মসংস্থান ও পর্যটনে ভর করে ঘুরে দাঁড়াবে সুন্দরবন। শনিবার সুন্দরবন দিবসের মঞ্চ থেকে এই বার্তা দিলেন সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী ও প্রধান সচিব। দুই ২৪ পরগনার ১৯টি ব্লক জুড়ে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে। মূল অনুষ্ঠানটি হয় দক্ষিণ ২৪ পরগনার সাগরের রুদ্রনগরের কিসান মাণ্ডিতে।

আরও পড়ুন-জাতীয় দলে আদিবাসী মমতা

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, সুন্দরবন দফতরের প্রধান সচিব কে জি এস চিমা, কাকদ্বীপের মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়-সহ বিধায়ক ও বিডিওরা। এদিন সাগরে আদিবাসী নৃত্যের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মন্ত্রী-সহ প্রত্যেক বক্তা সুন্দরবনকে রক্ষার জন্য বাসিন্দাদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য উপকূলের মানুষকে ম্যানগ্রোভ রোপণ করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রশংসায় বাংলাদেশের মন্ত্রী

মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, সারা বছর প্রাকৃতিক দুর্যোগ সামলেও ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন। ম্যানগ্রোভ রোপণ, বন্যপ্রাণ সংরক্ষণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সুন্দরবনের মানুষদের জন্য বিকল্প কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া পর্যটন দফতরের সঙ্গে আলোচনা করে সার্কিট ট্যুরিজম গড়ে তোলা হচ্ছে। স্কুলের পড়ুয়ারা সুন্দরবন রক্ষায় শপথ নেয়। সুন্দরবন বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ, গান, নাচ, নাটক পরিবেশিত হয়। এছাড়া সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে স্টল দিয়েছেন। অনুষ্ঠান চলবে রবিবারও।

Latest article