বলিউডে স্পোর্টস মুভিই ইদানীং স্পটলাইটে। ফি-বছরেই স্পোর্টস মুভি নিয়ে হাজির হয়ে যান নামী প্রযোজক, পরিচালক থেকে তাবড় অভিনেতারা। খেলা নিয়ে এক ঝাঁক ছবি রিলিজ হয়। কে নেই সেই তালিকায় আমির খান, শাহরুখ খান, রণবীর সিংহ, শাহিদ কাপুর, অজয় দেবগণ থেকে শুরু করে এবার অভিনেতা রাজকুমার রাও। সামনের মাসেই মুক্তি পাচ্ছে করণ জোহরের ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এটি একটি স্পোর্টস ড্রামা। স্পোর্টস ড্রামা মানেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছনোর গল্প। অনেক না পাওয়া, অপমান, হতাশা থেকে জিতে যাওয়ার গল্প। পরিবারের স্বপ্নপূরণের ইঁদুর দৌড়ে না গিয়ে নিজের স্বপ্নপূরণের গল্প, খেলতে খেলতে প্রেমের গল্প। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ঠিক এমনই এক গল্প। এটা ঠিক বায়োপিক বা জীবনকাহিনি নয়, যদিও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক, বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ‘মহেন্দ্র সিং ধোনি’ ওরফে ভক্তকুলের প্রিয় মাহির নামে ছবির নামকরণ করা হয়েছে। আবার নায়কের অনস্ক্রিন নামও মহেন্দ্র। হয়তো এম এস ধোনি এই ছবির নেপথ্যের নায়ক, অদৃশ্য অনুপ্রেরণা। ছবির কাহিনি ক্রিকেটের ময়দানে দুই তরুণ-তরুণীর প্রেম, উন্মাদনা এবং স্বপ্নপূরণ নিয়ে। ক্রিকেটই হল এই ছবির মূল কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন-কেজরির ডায়েট-চার্ট তলব করল আদালত
এই ছবিতে মিস্টার মাহির বা মহেন্দ্রর ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও এবং আর মিসেস মাহি বা মহিমার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ছবির পরিচালক শরণ শর্মা। এর আগে শরণ শর্মা ‘গুঞ্জন সাক্সেনা’ দ্য কারগিল গার্ল ছবিটির পরিচালনা করেছেন। ওই ছবিটি ছিল তাঁর ডাইরেক্টরিয়াল ডেবিউ। সেখানেও গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর।
ঠিক একমাস আগেই রিলিজ হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র পোস্টার। এই পোস্টারে রাজকুমার, রাও এবং জাহ্নবী কাপুরকে দেখা গেছে টিম ইন্ডিয়ার নীল-রঙা জার্সিতে। দুজনে স্টেডিয়ামে বসে ভারতীয় টিমের জন্য চিয়ার করছেন। পোস্টারে দুটো ছোট্ট লাইন দেওয়া রয়েছে যেটা বাংলা করলে দাঁড়ায় ‘তুমি সবসময় তোমার বাবা মার স্বপ্নপূরণের জন্যই বেঁচো না, নিজের স্বপ্নের জন্যও বাঁচো’। আর ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ‘সময় এসে গেছে নিজের স্বপ্নকে ছোঁয়ার, এই গোটা দুনিয়া তোমাদের’। আসলে ক্রিকেট একটা আবেগ, উন্মাদনা, দেশাত্মবোধ তাই ক্রিকেট সবসময়ই দর্শকদের পছন্দের বিষয়।
আরও পড়ুন-মিস্টার অ্যান্ড মিসেস মাহি
ছবিতে দুই তারকা ক্রিকেটারের ভূমিকায় অবতীর্ণ। ক্রিকেটের বাইশ গজে এবার জমে উঠবে দুজনের অনস্ক্রিন প্রেম। দুটো মানুষ একই স্বপ্নের পিছনে ছুটছেন অথচ তাঁরা নিজেরাই তা জানতেন না যতক্ষণ পর্যন্ত না তাঁদের পরস্পরের দেখা হল। ছবির মূল ভাবনাটা এমনই। ছবির চিত্রনাট্য করেছেন শরণ শর্মা এবং নিখিল মেহরোত্রা। প্রযোজনায় করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। পরিবেশনায় ধর্মা প্রোডাকশন।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি প্রসঙ্গে করণ জোহর বলেছেন, ‘কিছু ছবি গল্পের থেকে বেশি হয়। সেলুলয়েড ভালবাসার থেকেও বেশি কিছু। এই ছবিগুলো দর্শকদের স্বপ্নের কথা বলে এবং একই সঙ্গে দেখায় যে আমাদের কাছের মানুষেরা কীভাবে অনেক সময় আমাদের স্বপ্নপূরণের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। মিস্টার অ্যান্ড মিসেস মাহি আমাদের সবার খুব কাছের একটি ছবি।’
আরও পড়ুন-কেজরির ডায়েট-চার্ট তলব করল আদালত
এই ছবিতে দ্বিতীয়বার স্ক্রিন শেয়ার করলিন রাজকুমার রাও এবং জাহ্নবী। এর আগে ২০২১-এর হরর থ্রিলার রুহি-তে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এই বছরটা রাজকুমার রাওয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ তাঁর তিন-তিনটে ছবি রিলিজ হতে চলেছে। মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছাড়াও ‘শ্রীকান্ত’ মুক্তি পাচ্ছে। ছবিটি সফল জন্মান্ধ উদ্যোগপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিক। যিনি বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। আর ‘স্ত্রী’র সিক্যুইল আসছে অগাস্টে। ‘স্ত্রী’ রাজকুমার রাওয়ের বহুচর্চিত ছবির মধ্যে একটি।
এই ছবিটা জাহ্নবী কাপুরের কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ প্রথমবার কোনও স্পোর্টস ড্রামাতে ক্রিকেটারের ভূমিকায় জাহ্নবী। খেলোয়াড় হতে গেলে ফিটনেস বজায় রাখা জরুরি কাজ। তাই এই ছবির জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। রীতিমতো ক্রিকেট অনুশীলন করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর একটা মনে রাখার মতো অভিজ্ঞতা এই ছবি। ছবির জন্য ক্রিকেট অনুশীলন করতে গিয়ে আমার দু’বার কাঁধের হাড় সরে গিয়েছে। আশা করি ছবিটা দর্শকদের খুব ভাল লাগবে।’
আরও পড়ুন-ইভিএম ত্রুটিমুক্ত করতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের
জাহ্নবীর আপকামিং ছবির তালিকাও কম নয়। নীতেশ তিওয়ারির রোমান্টিক ড্রামা ‘বাওয়াল’-এ শীঘ্রই তাঁকে দেখা যাবে। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী। এই বছরেই রিলিজ করবে তাঁর দক্ষিণী ছবি দেভারা পার্ট-১। এই ছবিতে জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে তাঁকে। এ-ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে পৌরাণিক মহাকাব্যিক ছবি ‘কর্ণ’ এবং দেশাত্মবোধক থ্রিলার ‘উলাজ’-এর মতো ছবিও।
বেশ কিছুদিন ধরে ‘মিস্টার,অ্যান্ড মিসেস মাহি’র মুক্তির তারিখ পিছোচ্ছিল। ৩১ মার্চের পরে ১৯ এপ্রিল অর্থাৎ আজ বড়পর্দায় মুক্তি পাবার কথা ছিল ছবিটির কিন্তু আবার মুক্তি তারিখ পিছিয়ে ৩১ মে করা হয়েছে। রাজকুমার,রাও, জাহ্নবী কাপুর ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিষেক ব্যানার্জি, কুমুদ মিশ্রা, হিমাংশু জয়কর, রাজেশ শর্মা, জারিনা ওয়াহাব এবং যামিনী দাস প্রমুখ।