দেশে সবচেয়ে বেশি, সকাল ৯টা পর্যন্ত বাংলার তিন আসনে ভোটদানের হার ১৫.০৯ শতাংশ

আজ শুক্রবার, গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ (Election) শুরু হয়েছে।

Must read

আজ শুক্রবার, গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ (Election) শুরু হয়েছে। প্রথম দফায় মোট ১০২ আসনে ভোটগ্রহণ হচ্ছে । ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের (West Bengal) তিন আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রেও চলছে ভোটগ্রহণ পর্ব।

আরও পড়ুন-মিস্টার অ্যান্ড মিসেস মাহি

সকাল ৯টা পর্যন্ত জলপাইগুড়ি আসনে ভোট পড়েছে ১৪.১৩ শতাংশ। বিজেপির মনোজ টিগ্গার সঙ্গে তৃণমূলের প্রকাশ চিক বরাইক এই কেন্দ্র থেকে লড়ছে। তবে সকাল ৯টা পর্যন্ত রাজ্যের তিন আসনের মধ্যে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি ভোট পড়েছে। জানা যাচ্ছে, ভোটদানের হার ১৫.শতাংশ। আলিপুরদুয়ারে বিজেপির হয়ে লড়ছেন নিশীথ প্রামাণিক। তৃণমূল প্রার্থী আছেন জগদীশচন্দ্র বসুনিয়া। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হারে অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের তিন আসনে সবমিলিয়ে ভোটদানের হার ১৫.০৯ শতাংশ।

Latest article