যুবভারতী ভরাতে কম দামেই টিকিট, আজ শুরু জনিদের শেষ চারের প্রস্তুতি

লিগ-শিল্ড জয়ের পর তিনদিনের ছুটি কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করছে মোহনবাগান।

Must read

প্রতিবেদন : মুম্বই সিটি এফসি ম্যাচের মতো আইএসএল সেমিফাইনালেও যুবভারতীর জনগর্জন অস্ত্র হতে যাচ্ছে মোহনবাগানের। ২৮ এপ্রিল সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচ যুবভারতীতে খেলবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। আজ শুক্রবার প্রথম নক আউটে ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে হাবাসের দল। ২৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিমিত্রি পেত্রাতোসদের।

আরও পড়ুন-সিআরপিএফ নিয়ন্ত্রণ, বাড়িতে সশস্ত্র দুষ্কৃতী জড়ো নিশীথের, কমিশনে তৃণমূল

২৮ এপ্রিল ফিরতি পর্বের হোম ম্যাচের জন্য ৬২ হাজার টিকিট ছেপেছে মোহনবাগান। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এদিন দুপুর দেড়টার মধ্যেই ৮ হাজার টিকিট বুকিং হয়ে যায়। সেমিফাইনালের হোম ম্যাচই ঠিক করে দেবে আইএসএল খেতাব ধরে রাখতে ৪ মে ফাইনাল খেলার ছাড়পত্র দিমিত্রি, লিস্টন কোলাসোরা পাবেন কি না। সুষ্ঠু টিকিট বণ্টন ব্যবস্থা যেভাবে মুম্বই ম্যাচে করা হয়েছিল, সেমিফাইনালেও তেমনটা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ২২ এপ্রিল থেকে ২৮ তারিখ ম্যাচের দিন পর্যন্ত অফলাইন টিকিট মোহনবাগান মাঠ এবং যুবভারতী থেকে পাওয়া যাবে সভ্য-সমর্থকদের জন্য। মুম্বই ম্যাচের মতো কম দামের টিকিটই রাখা হয়েছে। ন্যূনতম টিকিটের দাম ৫০ ও ১০০ টাকা।

আরও পড়ুন-আজ উত্তরে তিন কেন্দ্রে ভোট, জেলা প্রশাসন তৈরি, বিজেপির সন্ত্রাস অব্যাহত

লিগ-শিল্ড জয়ের পর তিনদিনের ছুটি কাটিয়ে শুক্রবার সন্ধ্যায় যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করছে মোহনবাগান। লিস্টন, শুভাশিসদের মতো যাঁরা ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন তাঁদের বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছনোর কথা। প্রথম দিন থেকেই দেশি-বিদেশি সব ফুটবলারকে নিয়েই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন কোচ হাবাস। সাহাল আব্দুল সামাদের ফিটনেসও পরীক্ষা করা হবে। তাঁকে সেমিফাইনালে খেলাতে চায় দল। আগামী মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ ওড়িশা না কেরল, তা জানার জন্য অনুশীলন সেরে হোটেলে ফিরে টিভির সামনে বসবেন মোহনবাগান কোচ, ফুটবলাররা। তারপর শেষ চারের প্রতিপক্ষ নিয়ে অঙ্ক কষা শুরু করবেন সবুজ-মেরুনের স্প্যানিশ বস।

Latest article