হাঁটুতে চোট, লখনউ ম্যাচে অনিশ্চিত ধোনি

‘ঋতুরাজ দারুণ, তবে ২০০ হবে ভেবেছিলাম’

Must read

আমেদাবাদ: আরও কিছু রান হওয়া উচিত ছিল তাঁদের। সেটা হয়নি। মিডল অর্ডার ব্যাটিং আরও ভাল হতে পারত। তাও হয়নি।
প্রথম ম্যাচের হারকে এভাবেই দেখলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি বললেন, ঋতুরাজ গায়কোয়াড় যেভাবে খেলছিলেন তাতে একসময় বোর্ডে দুশো প্লাস স্কোর দেখা যাচ্ছিল। কিন্তু সেটা হয়নি। কুড়ি ওভারে ১৭৮ রানেই থেমে যেতে হয়েছে তাঁদের। যে রান চার বল বাকি থাকতে পাঁচ উইকেটে তুলে নেয় গুজরাট টাইটানস।
খেলার পর ধোনি বলেন, ‘‘আমরা সবাই জানতাম এখানে শিশির পড়বে। তাই ব্যাটারদের আর একটু রান তোলা দরকার ছিল। যেটা হয়নি। ঋতুরাজ অসাধারণ খেলেছে। দারুণ টাইমিং করেছে। ওর ব্যাটিং দেখা আনন্দের। কিন্তু নতুনদেরও এগিয়ে আসতে হবে।’ শুক্রবারের ম্যাচে ঋতুরাজ ৫০ বলে ৯২ রান করেছেন। কিন্তু তাঁর এই লড়াই শেষপর্যন্ত কাজে আসেনি।

আরও পড়ুন- শুভমন বিশ্বমানের প্লেয়ার: শাস্ত্রী

হেরেও ধোনি (MS Dhoni) অবশ্য অভিষেকে খেলতে নামা রাজবর্ধন হাঙ্গারেকরের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘‘রাজের বলে গতি আছে। ও সময়ের সঙ্গে উন্নতি করছে।” সবমিলিয়ে বোলারদের ভূমিকায় ধোনি খুশিই।
তবে গুজরাটের কাছে হারের চেয়েও বড় ধাক্কা বোধহয় ধোনির চোট। ম্যাচের শেষ দিকে বাই বাঁচাতে গিয়ে তিনি হাঁটুতে চোট পেয়েছেন। পরে ধোনিকে কিঞ্চিৎ খোঁড়াতেও দেখা গিয়েছে। শোনা যাচ্ছে লখনউয়ের বিরুদ্ধে চেন্নাই ম্যাচে তিনি অনিশ্চিত। তবে কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘ধোনি ঠিকই আছে। ওর কাছে নিশ্চয়ই আপনারা ১৫ বছর আগের ফিটনেস দাবি করবেন না।’’
এদিকে, হার্দিক পান্ডিয়াও খুশি তাঁর দলের পারফরম্যান্স দেখে। তিনি বলেন, ‘‘ওরা একটা সময় ২০০ করবে মনে হচ্ছিল। হয়নি রাহুল চাহার আর রশিদ খানের ভাল বোলিংয়ে।” এরপর তিনি যোগ করেন, ‘‘রশিদ আমার দলের সম্পদ। ও যেমন উইকেট নেবে, তেমনই পরে এসে কিছু রানও করে দেবে।”

Latest article