শ্রেয়সকে চায় মুম্বই

নতুন দল গড়বে পাঞ্জাব

Must read

নয়াদিল্লি: আগামী বছর আইপিএলের জন্য কোমর বেঁধে নামছে পাঞ্জাব কিংস। ১৪ বছরের ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি প্রীতি জিন্টার দল। তাই এবার পুরনো কোনও ক্রিকেটার ধরে না রেখে খোলনলচে বদলে সম্পূর্ণ নতুন একটি দল গড়তে চাইছেন পাঞ্জাব কিংসের কর্তারা। পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট সূত্রে খবর, তারা কোনও প্লেয়ারকে ধরে না রেখে দল গড়ার জন্য ৯০ কোটির পূর্ণাঙ্গ বাজেট নিয়েই পরের আইপিএলের মেগা নিলামে অংশ নেবে।

আরও পড়ুন-ডার্বি জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের, তিন বড় ম্যাচে গোল কৃষ্ণর

প্রথমে জানা গিয়েছিল, শুধু অধিনায়ক কে এল রাহুলকে রেখে দিতে চায় পাঞ্জাব। আর কোনও ক্রিকেটারকে ধরে রাখতে আগ্রহী নয় প্রীতি জিন্টার দল। কিন্তু রাহুল দল বদলাতে চাওয়ায় পাঞ্জাব ম্যানেজমেন্ট নিজেদের পরিকল্পনা বদলেছে বলে সূত্রের খবর।

এদিকে আগামী মরশুমের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি আমেদাবাদ ও লখনউকে বিশেষ সুবিধা দিচ্ছে বিসিসিআই। যে সমস্ত ক্রিকেটারদের ধরে রাখবে না আট ফ্র্যাঞ্চাইজি, সংশ্লিষ্ট সেই ক্রিকেটারদের তালিকা থেকে সর্বোচ্চ তিনজনকে নিলামের আগেই দলে নিতে পারবে আমেদাবাদ ও লখনউ। ফলে কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, সূর্যকুমার যাদবের মতো তারকাদের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। তবে মুম্বই ইন্ডিয়ান্স সূত্রের খবর, তারা শ্রেয়সকে দলে নিতে চায়।

Latest article