সাদা বলের নেতৃত্বে আগ্রহী নন কামিন্স

Must read

মেলবোর্ন: সদ্য অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। তবে সাদা বলের ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব এলে তিনি না করে দেবেন। সাফ জানালেন প্যাট কামিন্স। প্রসঙ্গত, সাদা বলের ফরম্যাটে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন অ্যারন ফিঞ্চ। কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। তাই জোর চর্চা, টেস্টের পর সীমিত ওভারের ক্রিকেটেও কামিন্সকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে।

যদিও স্বয়ং কামিন্স জানাচ্ছেন, ‘‘সবে টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছি। এই মুহূর্তে এই দায়িত্বে পুরোপুরি ফোকাস করতে চাই। তাছাড়া সাদা বলের ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব আমার ওপর বাড়তি চাপ হয়ে যাবে। তাই আমার মনে হয় নির্বাচকরা একাধিক ক্যাপ্টেনের থিওরিতেই ঝুঁকবেন।’’

আরও পড়ুন-ডার্বি জয়ের হ্যাটট্রিক সবুজ-মেরুনের, তিন বড় ম্যাচে গোল কৃষ্ণর

একই সঙ্গে সাদা বলের অধিনায়ক ফিঞ্চের উচ্ছ্বসিত প্রশংসা করে কামিন্স বলেন, ‘‘অ্যারন সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। ওর অধিনায়কত্বে আমরা সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি। সবচেয়ে বড় কথা, সাদা বলে ফরম্যাটে অ্যারনই যোগ্য নেতা।’’ প্রসঙ্গত, ৩৫ বছর বয়সি ফিঞ্চ নিজেও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে চান।

Latest article