দৃষ্টিহীন সংখ্যালঘু প্রৌঢ়কে মারধর, ‘জয় শ্রীরাম’ বলতে চাপ দুষ্কৃতীদের

Must read

প্রতিবেদন : বিধানসভা ভোটে সরকার বদলের পরও কর্নাটকে হিন্দুত্ববাদী দুষ্কৃতীদের দাপাদাপি কমছে না। ফের একবার প্রকাশ্যে এল সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। দৃষ্টিহীন এক মুসলিম প্রৌঢ়কে জোর করে জয় শ্রীরাম (Karnataka- Jai Shri Ram) স্লোগান দিতে বাধ্য করা হল। পাশাপাশি ব্যাপক মারধর করা হয় তাঁকে। এমনকী ওই প্রৌঢ়কে জোর করে মোটরসাইকেলে চাপিয়ে তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা তাঁর দাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka- Jai Shri Ram) কাপ্পাল জেলার গঙ্গাবতী শহরে। ২৫ নভেম্বর রাতে এই ঘটনা ঘটে। এর তিনদিন পর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রৌঢ়। আক্রান্ত ব্যক্তির বক্তব্য, পুলিশে অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সাও কেড়ে নেওয়া হয়। ভয়ে তিনি পুলিশের কাছে যাননি। কিন্তু পরে পাড়া-প্রতিবেশীরাই ঘটনাটি জানার পর তাঁকে নিয়ে থানায় যান। কাপ্পালের পুলিশ সুপার যশোদা ভান্তাগড়ি বলেন, দুষ্কৃতীদের ধরতে আমরা তৎপর। পুলিশ তদন্ত চালাচ্ছে। ঘটনাটি লুঠতরাজের উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে। পুলিশ সুপার জানান, সাম্প্রদায়িক উদ্দেশ্যে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন কর্নাটকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা আকছারই ঘটত। বিজেপিকে সরিয়ে এখন ক্ষমতায় কংগ্রেস। তারপরেও সংখ্যালঘু নিগ্রহের ঘটনায় কেন লাগাম পরানো যাচ্ছে না, সেই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধৃত ইডি অফিসার!

Latest article