আমার হিরো রাসেল, জানিয়ে দিলেন স্মিথ

তরুণ ক্যারিবিয়ান অলরাউন্ডার জানিয়েছেন, এভাবেই তিনি ম্যাচ শেষ করে ফিরতে চান। আন্দ্রে রাসেলই তাঁর অনুপ্রেরণা।

Must read

মুম্বই, ৩০ মার্চ : পাঞ্জাব কিংসকে আইপিএলের প্রথম ম্যাচ জেতানোর অন্যতম কারিগর তিনি। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ওডিয়ান স্মিথ আইপিএলে অভিষেকেই নজর কেড়েছেন। গত রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব। স্মিথের মাত্র ৮ বলে ২৫ রানের ম্যাচ জেতানো ছোট্ট ইনিংসে ভর করে বাজিমাত করেছে মায়াঙ্ক আগরওয়ালের দল। তরুণ ক্যারিবিয়ান অলরাউন্ডার জানিয়েছেন, এভাবেই তিনি ম্যাচ শেষ করে ফিরতে চান। আন্দ্রে রাসেলই তাঁর অনুপ্রেরণা।

আরও পড়ুন-অনির্দিষ্টকাল বন্ধ নির্মল চন্দ্র স্ট্রিট

স্মিথের কথায়, ‘‘আমার কাছে আন্দ্রে রাসেলই সেই লোক যাকে দেখে আমি নিজেকে তৈরি করেছি। টি-২০ ম্যাচগুলিতে আন্দ্রে ও আমার ভূমিকা এক থাকে। ফাস্ট বোলিং করে উইকেট তুলতে হবে এবং ব্যাট হাতে নেমে কিছু বড় শট খেলে দলকে সাহায্য করতে হবে। আন্দ্রেই আমার অনুপ্রেরণা। ওই আমার সামনে এগিয়ে যাওয়ার চালিকাশক্তি।’’ আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১৪৮.৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় দ্রুততম একটি ডেলিভারি করেছেন স্মিথ। বলেছেন, ‘‘দ্রুতগতিতে বল করাটা আমার নেশা। কিন্তু বলে গতির থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, পরিকল্পনা কাজে লাগানো। আমি খুব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলিনি। তাই আইপিএল খেলে নিজেকে আরও শক্তিশালী করতে চাই।’’

Latest article