অনির্দিষ্টকাল বন্ধ নির্মল চন্দ্র স্ট্রিট

ওয়েলিংটন মোড়ের কাছে রাস্তাটির ওই ব্যস্ত অংশটি প্রায় সাড়ে ৩ মাস বন্ধ রাখা জরুরি বলে পুলিশকে জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড।

Must read

প্রতিবেদন : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মধ্য কলকাতার নির্মল চন্দ্র স্ট্রিটে যান চলাচল। শুক্রবার ১ এপ্রিল রাত ১০টা থেকেই ওই রাস্তা দিয়ে আপাতত কোনও যানবাহন চলবে না বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। ওয়েলিংটন মোড়ের কাছে রাস্তাটির ওই ব্যস্ত অংশটি প্রায় সাড়ে ৩ মাস বন্ধ রাখা জরুরি বলে পুলিশকে জানিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড।

আরও পড়ুন-শহিদ দিবসে মিছিল

যান চলাচলের বিকল্প রাস্তা কী হতে পারে তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার সন্তোষ পাণ্ডে -সহ পদস্থ পুলিশ কর্তারা। আপাতত পরিকল্পনা, ওয়েলিংটন মোড় থেকে বউবাজার পর্যন্ত যে ৫টি রুটের বাস ওই রাস্তা দিয়ে যাতায়াত করে সেগুলি ধর্মতলা থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে কলুটোলা স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিটে পৌঁছবে। ফেরার সময় ওই রুটের বাসগুলি বউবাজার মোড় থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাবে।

তবে ছোট গাড়ি চলাচল করবে নির্মল চন্দ্র স্ট্রিটেরই একাংশ দিয়ে গণেশ চন্দ্র অ্যাভিনিউ হয়ে। যানবাহনের গতি অব্যাহত রাখতে এটা অবশ্য প্রাথমিক ভাবনা। মেট্রো সূত্রে খবর, দু’টি সুড়ঙ্গের ‘ভেন্টিলেশন শ্যাফট’-এর কাজ শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই।

Latest article