রহস্যময় আলো

Must read

ভূকম্পনের মাঝেই হরিয়ানার (Haryana) আকাশে দেখা গেল রহস্যময় আলো (Mysterious Light)। ওই রঙিন আলোকে ঘিরেই রহস্য ও আতঙ্ক ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বহু জায়গা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। সেই কম্পনের মাঝেই হরিয়ানার যমুনানগরের আকাশে কখনও লাল, কখনও বেগুনি এবং কখনওবা কমলা রঙের আলো দেখা গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই বারবার রং বদলায় ওই আলোর (Mysterious Light)। আলো নিয়ে রহস্য এবং কৌতূহল বেড়েছে মানুষের। বিজ্ঞানীদের দাবি, এই ধরনের রহস্যময় আলো খুব একটা অস্বাভাবিক নয়। ভূকম্পনের আগে বা কম্পনের মাঝে আকাশে এই ধরনের রংবেরঙের আলো চোখে পড়তে পারে। তাঁদের দাবি, যে অঞ্চল টেকটনিক প্লেটের চ্যুতিরেখার উপর পড়ছে, সেখানেই কম্পনের আগে বা কম্পনের মাঝে এই আলো দেখা যায়।

আরও পড়ুন: পুরুষতান্ত্রিক মন্তব্য না করার পরামর্শ দিল শীর্ষ আদালত

Latest article