রহস্য! জলের ট্যাঙ্কে ৩০ বাঁদরের দেহ

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকার জন্যই সম্ভবত জল পান করতে গিয়ে ভেতরে আটকে পড়ে বানরগুলো।

Must read

প্রতিবেদন : মর্মান্তিক বললেও বোধহয় কম বলা হয়। জলের ট্যাঙ্কে একসঙ্গে পাওয়া গেল কমপক্ষে ৩০টি বানরের মৃতদেহ। জল খেতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য— প্রশ্নটা সেখানেই। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোন্ডা জেলায়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর আর্জি খারিজ, বিধায়কদের এলাকায় পৌঁছতে ভিডিও-বার্তা দিলেন আপ সুপ্রিমো

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকার জন্যই সম্ভবত জল পান করতে গিয়ে ভেতরে আটকে পড়ে বানরগুলো। পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে বন্যপ্রাণী দফতরও। জলের ট্যাঙ্কটি নন্দীকোন্ডা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। তীব্র দুর্গন্ধ ভেসে আসায় সন্দেহ হয় স্থানীয়দের। পুরসভায় খবর দেওয়া হয়। জলে ভেসে ওঠা প্রায় ৩০টি বাঁদরের দেহ দ্রুত সরিয়ে ফেলেন পুরকর্মীরা। ঘটনার আসল কারণ খুঁজে বের করতে দায়ের করা হয়েছে একটি মামলাও। স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমিকরা। রাজ্য এবং পুরপ্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ।

Latest article