মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি দেখলেন নবান্নের প্রতিনিধি ও জেলাশাসক

হাতে মাত্র আর একটা রাত। তারপরেই বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, বর্ধমান : হাতে মাত্র আর একটা রাত। তারপরেই বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকাল পর্যন্ত মূলমঞ্চের কাজ সিংহভাগ সম্পূর্ণ হলেও দু-পাশের মঞ্চের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন নবান্ন থেকে আসা বিশেষ প্রশাসনিক আধিকারিক। সভাস্থলের কাজ খতিয়ে দেখতে এদিন সকালেই সেখানে পৌঁছে যান জেলাশাসক এবং জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন-প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা, রাজ্যে বাড়ল মহিলা ভোটার

দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী সভায় আসবেন। তার আগে তৃণমূলের পক্ষ থেকে দলীয় কর্মীদের সভাস্থলে সুষ্ঠুভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভার জন্য মঞ্চের কাছেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। উল্লেখ্য, গতবছর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা এই মাঠেই হয়েছিল। এবারও সেই একইভাবে মঞ্চ তৈরি করা হচ্ছে। সভাস্থলে পৌঁছনোর জন্য বেশ কয়েকটি অস্থায়ী রাস্তাও তৈরি করা হয়েছে। যেহেতু গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসবেন তাই বিভিন্ন জায়গায় কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-৩ ডিগ্রি নামল পারদ, মরশুমের শীতলতম দিন কলকাতার

গতবার পানীয় জলের অপ্রতুলতা নিয়ে অভিযোগ উঠেছিল। এবারে পিএইচই দফতরকে তৈরি থাকতে বলা হয়েছে। বুধবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সভার জন্য বর্ধমানের স্টেশন থেকে নবাবহাট মোড় পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গলবার সকাল থেকেই জিটি রোড এবং তার দুপাশে দলীয় পতাকা-সহ মুখ্যমন্ত্রীর কাট আউট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের ফ্লেক্স টাঙানো হবে।

Latest article