হেরে অবসরের ইঙ্গিত নাদালের, চিলিচকে হারিয়ে শেষ আটে আলকারেজ

একে তো চোট-আঘাতে জর্জরিত। তার উপরে অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত নাদাল।

Must read

নিউ ইয়র্ক, ৬ সেপ্টেম্বর : ফ্লাশিং মেডোজে ফের ইন্দ্রপতন! সেরেনা উইলিয়ামসের পর এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। ২৪ ঘণ্টা আগেই পুরুষদের এক নম্বর ড্যানিল মেদভেদেভ বিদায় নিয়েছিলেন। এবার একই পথের পথিক হলেন নাদালও। ফলে আক্ষরিক অর্থেই তারকাশূন্য হয়ে গেল ইউএস ওপেন।

আরও পড়ুন-জাদেজার হাঁটুতে সফল অস্ত্রোপচার

শুধু তাই নয়, আমেরিকার ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে ৪-৬, ৬-৪, ৪-৬, ৩-৬ সেটে হারের পর, নাদালের মুখে অবসরের ইঙ্গিত! ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা কোনও রাখঢাক না করেই জানিয়েছেন, তিনি ফের কবে কোর্টে ফিরবেন, তা নিজেই জানেন না। এদিন হারের পর দৃশ্যতই বিধ্বস্ত দেখিয়েছে নাদালকে। একে তো চোট-আঘাতে জর্জরিত। তার উপরে অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত নাদাল।

আরও পড়ুন-ক্রিকেট থেকে অবসর রায়নার

তিনি বলেন, ‘‘আমাকে এখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জানি না, আবার কবে কোর্টে ফিরব। আপাতত নিজেকে মানসিকভাবে তৈরি করার চেষ্টা করব। যখন সেটা সম্ভব হবে, তখনই কোর্টে ফিরব।’’ নাদালের সংযোজন, ‘‘আপাতত দেশে ফিরছি। টেনিস থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। ব্যক্তিগত জীবনে সবকিছু কীরকম থাকে, তার উপরেই আমার টেনিস ভবিষ্যৎ নির্ভর করছে।’’ উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে লন্ডনে লেভার কাপ খেলার কথা নাদালের। এছাড়া বছরের শেষে এটিপি ট্যুর ফাইনালসে খেলারও যোগ্যতা ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি।
নাদালকে হারিয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন টিয়াফো। তিনি বলেন, ‘‘নতুন একটা টেনিস প্রজন্ম দ্রুত উঠে আসছে। কিছুদিন পর ‘বিগ থ্রি’ (নাদাল, জকোভিচ ও ফেডেরার) বলে কিছু থাকবে না। কারণ নতুন প্রজন্মেরই কেউ টেনিসে নতুন রাজত্ব কায়েম করবে।’’

আরও পড়ুন-ঋণ পরিশোধেও দেশের মধ্যে এক নম্বরে বাংলা

এদিকে, নাদালের বিদায়ের দিন ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নতুন প্রজন্মের আরেক প্রতিনিধি কার্লোস আলকারেজ। তিনি প্রাক্তন চ্যাম্পিয়ন মারিন চিলিচকে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর ৬-৪, ৩-৬, ৬-৪, ৪-৬, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন।

Latest article