মোদির সভা বাতিল

Must read

কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপি। তাই গেরুয়া দল মনে করে, তারা গোটা দেশে স্বেচ্ছাচারিতা চালাবে। এই বেপরোয়া মানসিকতা থেকেই মেঘালয়ের তুরায় নির্মীয়মাণ পি এ সাংমা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Meghalaya- Narendra Modi) দিয়ে জনসভা করার পরিকল্পনা করেছিল বিজেপি। রাজ্যে বিধানসভা নির্বাচন ২৭ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রীর এই জনসভা হওয়ার কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। কিন্তু রাজ্যের এনপিপি সরকার (NPP Government) বিজেপিকে প্রস্তাবিত সেই জনসভা আয়োজনের অনুমতি দেয়নি। রাজ্য ক্রীড়া দফতর সাফ জানিয়েছে, ওই স্টেডিয়ামে এখন নির্মাণকাজ চলছে। তাই কোনওভাবেই সেখানে জনসভার অনুমতি দেওয়া যাবে না। মেঘালয় সরকারের (Meghalaya Government) এই সিদ্ধান্তে প্রবল ক্ষোভে ফুঁসছে বিজেপি। দলের জাতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা জানিয়েছেন, নির্দিষ্ট দিনেই মেঘালয়ে (Meghalaya- Narendra Modi) মোদির সভা হবে। তবে কোথায় হবে তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন:ভেঙে গেল জেডিইউ

Latest article