রাজ্যের উদ্যোগে শিলিগুড়িতেও নাইসেড

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে কল্যাণীর পরে দ্বিতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা ও আন্ত্রিক ডিসিস (নাইসেড) খুলতে চলেছে শিলিগুড়িতে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে কল্যাণীর পরে দ্বিতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা ও আন্ত্রিক ডিসিস (নাইসেড) খুলতে চলেছে শিলিগুড়িতে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের কথা চিন্তা করে শিলিগুড়িতেও নাইসেড খোলার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে। এরপরেই ২০১২ সালের নাগাদ নাইসেড-এর একটি দল শিলিগুড়িতে এসে এলাকা পরিদর্শন করে গিয়েছিল।

আরও পড়ুন-রাগ হলে লটারির টিকিট কাটুন, কটাক্ষ তৃণমূলের

নাইসেড খোলার জন্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ১৫ কাঠা জমি চিহ্নিত করা হয়েছিল। কিন্তু সেই সময় জমি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীনে না থাকার জন্য সমস্যা হয়। সেই কারণেই সেই সময় শিলিগুড়িতে নাইসেড খোলার কাজ পিছিয়ে যায়।

আরও পড়ুন-বিশেষ সক্ষমদের জন্য র‍্যাম্প দুয়ারে সরকার শিবিরে প্রত্যন্তে ভ্রাম্যমাণ শিবির

তবে শনিবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে নাইসেডের বিষয়ে আলোচনা হয়। এদিন মেয়র গৌতম দেব বলেন, কল্যাণীর পরে শিলিগুড়িতে নাইসেড খোলার জন্য উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বোর্ড মিটিংয়ে শিলিগুড়ির বর্ধমান রোডের একটি ফ্লাইওভার তৈরি করার বিষয়ে আলোচনা হয়। এই ফ্লাইওভারটি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ ফ্লাই ওভারেস্ট-এর ধাঁচেই তৈরি করা হবে বলেও মেয়র জানিয়েছেন।

Latest article