১৩টি গ্রামে শিবির খতিয়ে দেখবেন জেলাশাসক, বক্সা পাহাড়ে দুয়ারে সরকার

মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই ১৩টি গ্রামের প্রতিটিতেই বসতে চলেছে দুয়ারে সরকারের শিবির। এর আগে বক্সা দুর্গের ময়দানে বসেছিল দুয়ারে সরকারের শিবির।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী আলিপুরদুয়ার: দুর্গম পাহাড়েও উন্নয়ন। বক্সা পাহাড়ের প্রত্যেকটি গ্রামের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে এবার ১৩টি গ্রামেই বসছে দুয়ারে সরকার শিবির। ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার সবচেয়ে সুন্দর এবং দুর্গম এলাকা বক্সা পাহাড়। সেই বক্সা পাহাড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১৩টি গ্রাম।

আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে শিলিগুড়িতেও নাইসেড

এই গ্রামগুলিতে বসবাস করে ডুকপা জনজাতির মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই ১৩টি গ্রামের প্রতিটিতেই বসতে চলেছে দুয়ারে সরকারের শিবির। এর আগে বক্সা দুর্গের ময়দানে বসেছিল দুয়ারে সরকারের শিবির। তখন এই দুর্গম এলাকায় ট্রেক করে পৌঁছে আলিপুরদুয়ারের জেলাশাসক ও কালচিনির বিডিও শিবিরে যোগ দিয়েছিলেন। বাকি ১২টি গ্রামের বাসিন্দারা পাকদণ্ডী বেয়ে নেমে এসে এই শিবিরে পরিষেবা নিয়েছিল। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বক্সা, লেপচাখা, আদমা, তাসিগাঁও সহ মোট ১৩টি পাহাড়ি গ্রামেই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের ক্যাম্প।

আরও পড়ুন-রাগ হলে লটারির টিকিট কাটুন, কটাক্ষ তৃণমূলের

সাধারণত যে কোনও প্রয়োজনে বক্সা পাহাড়ের মানুষদের নেমে আসতে হয় রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিস অথবা কালচিনির বিডিও অফিসে, যা তাঁদের জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ও কষ্টের। তাই এবার এই পাহাড়ি গ্রামের বাসিন্দারা যাতে সমস্ত সরকারি পরিষেবা তাঁদের গ্রামেই পান সেই জন্যই এই কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের প্রতিটি মানুষ সুবিধা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সরকারি আধিকারিকদের নিয়ে ওই শিবিরগুলিতে উপস্থিত থাকবেন।

Latest article