ইংল্যান্ড সিরিজে নতুন মুখ জুরেল, প্রথম দুই টেস্টে নেই শামি

Must read

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ টেস্টের হোম সিরিজ শুরু হচ্ছে ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে। দ্বিতীয় টেস্ট বিশাখাপত্তনমে। প্রথম দুই টেস্টের জন্য শুক্রবার রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। চোটের কারণে দলে নেই মহম্মদ শামি। স্কোয়াডে নতুন মুখ উত্তরপ্রদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেল (Dhruv Jurel)। কে এল রাহুল, কে এস ভরতের সঙ্গে তৃতীয় উইকেটকিপার ২১ বছরের তরুণ। দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেওয়া ঈশান কিশানের জায়গা হয়নি টেস্ট দলে। বাদ পড়েছেন প্রসিধ কৃষ্ণও। শ্রেয়স আইয়ার ও ঈশানকে রঞ্জি খেলতে বলা হয়েছিল। শ্রেয়স রঞ্জি ম্যাচ খেলছেন। তিনি দলে রয়েছেন। ঈশানের রঞ্জি ম্যাচ খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সিরিজের বাকি টেস্টের স্কোয়াডে ঝাড়খণ্ডের তরুণকে ফিরতে হলে রঞ্জি ম্যাচ খেলে ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিতে হবে। তাই লম্বা সিরিজে তৃতীয় উইকেটকিপার হিসেবে নির্বাচকরা সুযোগ দিয়েছেন জুরেলকে। রাহুল দক্ষিণ আফ্রিকায় ভাল কিপিং করলেও টিম ম্যানেজমেন্ট টেস্টে স্পেশালিস্ট কিপার খেলাতে চায়। তাই জুরেলের (Dhruv Jurel) টেস্ট অভিষেকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাছাড়া অপর উইকেটকিপার শ্রীকর ভরতের উপর এখনও ভরসা তৈরি হয়নি দলের।

আরও পড়ুন- সময়ের প্রয়োজন, ধর্মনিরপেক্ষতা, অমর্ত্যর চিঠি

স্কোয়াডে চার স্পিনার রেখেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের জায়গা নিশ্চিত ছিল। সঙ্গে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। প্রথম পছন্দের তিন পেসার হিসেবে দলে রয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও বাংলার মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকায় শামির পরিবর্ত হিসেবে স্কোয়াডে থাকা আবেশ খান চতুর্থ সিমার। বাংলার অভিমন্যু ঈশ্বরণ ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাই তাঁর কথা টেস্ট দলের জন্য ভাবা হয়নি। ঘোষিত টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান।

Latest article