উত্তরবঙ্গ মেডিক্যালে অক্সিজেন প্ল্যান্ট চালু

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি: সফল মহড়ার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহত্তম অক্সিজেন প্ল্যান্ট চালু হল। মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা সেরে চালু হল এটি। এই প্ল্যান্ট থেকে মিনিটে দু হাজার লিটার অক্সিজেন উৎপাদন হবে বলে জানান সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে মাথায় রেখেই প্রস্তুত থাকছে জেলা স্বাস্থ্য দফতর। তাই প্রায় টানা এক মাস মহড়ার পর অক্সিজেন প্ল্যান্ট চালু হল। এই অক্সিজেন প্ল্যান্টের ফলে উত্তরবঙ্গ জুড়ে অক্সিজেন নিয়ে সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : “দিদির দেওয়া কন্যাশ্রী প্রকল্পের সাহায্য না পেলে পড়াশোনার স্বপ্ন সফল হত না”

কারণ, হাসপাতাল কর্তৃপক্ষের মতে, অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে তরল অক্সিজেন প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে পাইপ লাইনে পৌঁছে যাবে রোগীদের ওয়ার্ডে-ওয়ার্ডে। ফলে অক্সিজেন সিলিন্ডারের আর প্রয়োজন পড়বে না। হাসপাতালে থাকা অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, এমনকি শহরের বেসরকারি হাসপাতালও প্রয়োজনে পেতে পারবে। জানা গিয়েছে, দ্রুত আরও একটি অক্সিজেন প্ল্যান্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বসতে চলেছে। ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ হয়ে গিয়েছে। রিপোর্ট হাতে এলেই দ্বিতীয় প্ল্যান্টটি বসবে।

Latest article