ধর্মের ভিত্তিতে নয়, বাংলায় ভোট হয় কাজের নিরিখে

বুধবার রাতে জেলা পরিষদের প্রার্থী আরসাদ উদ জামান-সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের হয়ে প্রচার করতে এসে এই মন্তব্য করেন বারাসতের সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাঃ কাকলি ঘোষদস্তিদার

Must read

সংবাদদাতা, বারাসত : ‘‘বিজেপি ধর্মের ভিত্তিতে ভোট করায়। বাংলায় কাজের নিরিখে ভোট হয়। তাই আপনার যে কোনও প্রয়োজনে, রাতবিরেতে বিপদে পড়লে বা এলাকার উন্নয়ন করার মানসিকতা থাকলে যাঁদের কাছে পাবেন, তাঁদেরকেই ভোট দেবেন।’’ বুধবার রাতে জেলা পরিষদের প্রার্থী আরসাদ উদ জামান-সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের হয়ে প্রচার করতে এসে এই মন্তব্য করেন বারাসতের সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাঃ কাকলি ঘোষদস্তিদার।

আরও পড়ুন-টেস্টে সহ-অধিনায়ক রাহানে, অবাক সৌরভ

তিনি বলেন, ‘‘বিজেপি ধর্ম নিয়েই আছে। তাদের নেতা দেশের মানুষের হকের টাকা মেরে কোটি কোটি টাকায় প্লেন কিনে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশের মানুষ তাঁর কুশপুত্তলিকা পোড়াচ্ছেন। জুতোর মালা পরাচ্ছেন। তাই ওরা আইএসএফ-কে দিয়ে এখানে ঘোটালা করার চেষ্টা করছে। আর সিপিএম তাদের আমলে কাস্তে দিয়ে মানুষের গলা কেটেছিল, আবার সেই কাটার চেষ্টাই করছে। তবে ওদের ভোটের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ, রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করন। আগামী ৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিকরা মুখ্যমন্ত্রীর মতোই দিনরাত আপনাদের পাশে থেকে আপনাদের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।’’

Latest article