টেস্টে সহ-অধিনায়ক রাহানে, অবাক সৌরভ

বাংলার অভিমন্যু ঈশ্বরণের নামও উল্লেখ করেছেন সৌরভ। তিনি বলেন, ‘‘সরফরাজের মতো ঈশ্বরণও ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে

Must read

নয়াদিল্লি, ২৯ জুন : প্রায় ১৮ মাস দলের বাইরে ছিলেন। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুযোগ পেয়েই ব্যাট হাতে সফল অজিঙ্ক রাহানে। ওভালে ভারত হেরে গেলেও, দু’ইনিংসে রাহানের রান যথাক্রমে ৮৯ ও ৪৬। এর পুরস্কার রাহানে পেয়েছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে রোহিত শর্মার ডেপুটি নির্বাচিত হয়ে।

আরও পড়ুন-রাজপথে শচীন-লারা, ছুটির মুডে বিরাটরাও

রাহানের সহ-অধিনায়ক হওয়া অবাক করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভের বক্তব্য, ‘‘আমি একে পিছিয়ে পড়া বলছি না। কিন্তু ১৮ মাস বাইরে থাকার পর আপনি একটা টেস্ট খেলেই সহ-অধিনায়ক হয়ে গেলেন! এর কোনও ব্যাখ্যা নেই। রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে ছিল। যে দীর্ঘদিন ধরে টেস্ট দলের নিয়মিত সদস্য এবং এই পদের দাবিদার। আমি চাই, নির্বাচন পদ্ধতির মধ্যে যেন ধারাবাহিকতা থাকে।’’
চেতেশ্বর পূজারার টেস্ট দল থেকে বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেন, ‘‘পূজারাকে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে জানিয়ে দিক নির্বাচক কমিটি। ওকে কি ভবিষ্যতে টেস্ট দলে ভাবা হবে নাকি তরুণদের উপর ভরসা রাখা হবে। পূজারার মতো অভিজ্ঞকে একবার বাদ দিলেন। পরে আবার ফিরিয়ে আনলেন। আবার বাদ দিলেন। এমন পরিস্থিতি কাম্য নয়। রাহানের ব্যাপারটাও অনেকটা একরকম।’’

আরও পড়ুন-প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়

ক্যারিবিয়ান সফরে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও ব্রাত্য থেকেছেন সরফরাজ খান। সৌরভ বলছেন, ‘‘যশস্বী শুধু আইপিএলেই নয়, রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, দলীপ ট্রফিতেও প্রচুর রান করেছে। তারজন্যই দলে সুযোগ পেয়েছে। সরফরাজের জন্য খারাপ লাগছে। তবে ওর সময়ও আসবে।’’

আরও পড়ুন-তাঁর সুস্থতার জন্য সকলের শুভ কামনায় মুগ্ধ, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার অভিমন্যু ঈশ্বরণের নামও উল্লেখ করেছেন সৌরভ। তিনি বলেন, ‘‘সরফরাজের মতো ঈশ্বরণও ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। ওদের দু’জন সুযোগ না পাওয়ায় আমি বিস্মিত। তবে যশস্বীর নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন নেই।’’

Latest article