এবার শিশুদের টিকাও

উল্লেখ্য, আমেরিকার সংস্থা ফাইজারের টিকাও শিশুদের জন্য উপযুক্ত।

Must read

প্রতিবেদন : এবার শিশুদের জন্য কোভ্যাকসিনকে ছাড় দিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ বৃহস্পতিবার হু-র শীর্ষস্থানীয় বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, শিশুদের উপর কোভ্যাকসিনের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। শিশুদের উপর কোভ্যাকসিনের কার্যকারিতা অত্যন্ত ভাল বলে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন-বাড়ির কালীপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুষ্পাঞ্জলি-যজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এখন শুধুমাত্র ড্রাগ কন্ট্রোলারের অনুমতির অপেক্ষা। উল্লেখ্য, আমেরিকার সংস্থা ফাইজারের টিকাও শিশুদের জন্য উপযুক্ত। কিন্তু ফাইজারের টিকা শুধুমাত্র ১২ বছরের ঊর্ধ্বে থাকা শিশুরাই পেয়ে থাকে। শেষ পর্যন্ত হু যদি ছাড়পত্র দেয় তবে ২ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য কোভ্যাকসিন শীঘ্রই আসতে পারে দেশের বাজারে।

Latest article