কলকাতা পুলিশকে (Kolkata police) প্রতিনিয়ত নানা ধরণের সমালোচনার মুখে পড়তে হয়। রাজ্য ও কেন্দ্রীয় স্তরে বিরোধীরা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এবার খোদ অমিত শাহের দফতর অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক সম্মান জানাবে কলকাতা পুলিশের চার দক্ষ আধিকারিককে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তদন্তের ক্ষেত্রে সাফল্যের জন্য উৎকর্ষের মেডেল দেওয়া হচ্ছে ১৪০জন পুলিশ আধিকারিককে। সরকারি বিবৃতিতে এই বিষয়ে জানানো হয়েছে ২২জন মহিলা আধিকারিকও রয়েছেন। কলকাতা পুলিশের তরফেও রয়েছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।
আরও পড়ুন-ধসে রাস্তাজুড়ে পাথরের স্তূপ, মৃত্যু ৫ তীর্থযাত্রীর
এই মর্মে কলকাতা পুলিশ টুইট করে জানিয়েছে, ‘সেক্সপিয়র সরনী থানার ইনস্পেক্টর শ্রাবন্তী ঘোষ, সাব ইনসপেক্টর চিন্ময় বন্দ্যোরাধ্য়ায়, কলকাতা পুলিশের ব্যাংক ফ্রড, গোয়েন্দা বিভাগের আধিকারিক সুষম মিত্র, তুশিময় দাসকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে উৎকর্ষের মেডেল দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের তরফে মেডেল ফর এক্সিলেন্স সম্মানে ভূষিত করা হবে এই চার পুলিশ আধিকারিককে। তাঁদের দক্ষতাকে সম্মান জানাবে কেন্দ্রীয় সরকার।’
আরও পড়ুন-ঘৃণাসূচক বক্তব্য ঠেকাতে এবার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পিআইবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ১৪০জন পুলিশ আধিকারিককে ‘Union Home Minister’s Medal for Excellence in Investigation’ for the year 2023 দেওয়া হবে। সিবিআই থেকে ১৫জন, এনআইএ থেকে ১২জন, কেরল ও রাজস্থান থেকে ৯জন করে, উত্তরপ্রদেশ থেকে ১০জন, তামিলনাড়ু থেকে ৮জন, মধ্য়প্রদেশ থেকে ৭জন ও গুজরাট থেকে ৬জনকে সম্মানিত করা হচ্ছে। বাকিরা অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচারের’ জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পিআইবির তরফে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই অনুসারে পশ্চিমবঙ্গ থেকে সব মিলিয়ে ৮জন পুলিশ আধিকারিককে সম্মানিত করা হবে। তার মধ্য়ে রয়েছেন,ইনস্পেক্টর গৌতম সাহা, ইনস্পেক্টর পল্লব কুমার গাঙ্গুলি, ইনস্পেক্টর রানা মিশ্র, সাব ইনস্পেক্টর আলতাব হোসেন মল্লিক, ইনস্পেক্টর শ্রাবন্তী ঘোষ, সাব ইনসপেক্টর চিন্ময় ব্যানার্জি, সাব ইনসপেক্টর তুশিময় দাস, সাব ইনসপেক্টর সুসম মিত্র রয়েছেন। কলকাতা পুলিশ তথা রাজ্যের পুলিশের কাছে আজ নিঃসন্দেহে গর্বের দিন।
A Proud Moment!
Congratulations to Inspector Srabanti Ghosh of #ShakespeareSaraniPS & Sub Inspectors Chinmoy Bannerjee, Susam Mitra, Tushimoy Das, of @KPDetectiveDept for securing the prestigious Union Home Minister’s Medal for excellence in investigation. pic.twitter.com/Y4WfXsXtbG
— Kolkata Police (@KolkataPolice) August 12, 2023