সংবাদদাতা, আসানসোল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিল্পোদ্যোগীদের জন্য সরলীকরণ করা হচ্ছে জমি হস্তান্তর সহ প্ল্যান পাশ আইন। বুধবার আসানসোলের এডিডিএ ভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান সংস্থার চেয়ারম্যান ও রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত শিল্পস্থাপনে ইচ্ছুক শিল্পপতিদের বিভিন্ন দফতরে ছোটাছুটি করতে হত। মূলত প্রত্যেককেই এডিডিএ এবং আসানসোল ও দুর্গাপুর পুরনিগমে আলাদা আলাদা করে অনুমোদন নিতে হত।
আরও পড়ুন-পুরীর মতোই দিঘায় স্নান ও জগন্নাথদর্শন
সরকারি দফতরগুলির মধ্যে সমন্বয়ে বিলম্ব ঘটার কারণে বহু ক্ষেত্রে ইচ্ছুক শিল্পপতি শেষ পর্যন্ত শিল্পস্থাপনের আগ্রহই হারিয়ে ফেলতেন। আসানসোল ও দুর্গাপুর মহকুমার বিভিন্ন বণিক সংগঠনগুলির কাছ থেকে এই ধরনের অভিযোগ আসত হামেশাই। সেই বাস্তব সমস্যার বিষয়টিকে মাথায় রেখেই এডিডিএ-র ১৪৭ তম বোর্ড মিটিংয়ে পুরনো সেই পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ঘোষণা করেন তাপসবাবু। মিটিংয়ে দুই পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও অনিন্দিতা মুখোপাধ্যায়ের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, এখন থেকে সংশ্লিষ্ট শিল্পপতি শুধুমাত্র এডিডিএ-র কাছেই প্ল্যান পাশের জন্য প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে পারবেন।
আরও পড়ুন-পূর্ব বর্ধমানে রবীন্দ্রনাথ জেলা তৃণমূল সভাপতি
সেক্ষেত্রে দু’ জায়গায় আলাদা করে ফীজ জমা দেওয়ারও প্রয়োজন থাকছে না। ফলে শিল্পপতিদের একদিকে যেমন হয়রানি কমবে, একই সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ হবে বলে আশা প্রকাশ করেন তাপসবাবু। বৈঠক শেষে দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, দুর্গাপুরের বনফুল সরণি ও অম্বুজা কলোনির দুটি রাস্তা সংস্কারের জন্য দুটি ডিটেল প্রোজেক্ট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। মোট ১১ কোটি টাকার ওই প্রকল্পটি অনুমোদনের জন্য অর্থসচিবের দফতরে পাঠানো হয়েছে। আশা করা যায়, খুব তাড়াতাড়িই সেই অর্থ মঞ্জুর হয়ে যাবে বলে জানান অনিন্দিতা দেবী। অন্যদিকে আসানসোলের গির্জা মোড়ের কাছে যে হকার্স মার্কেটটি রয়েছে, সেটি তিনতলা করে দেবে এডিডিএ বলে জানান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিনের বৈঠকে ইসিএল ও দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।