নবম থেকে দ্বাদশ এবার থেকে বই খুলেই পরীক্ষা

এবার থেকে বই খুলেই দেওয়া যাবে পরীক্ষা। এমন নিয়মই আনতে চলেছে সিবিএসই বোর্ড। নবম-দ্বাদশ শ্রেণির জন্য আপাতত এই ব্যবস্থা চালু হচ্ছে।

Must read

প্রতিবেদন : এবার থেকে বই খুলেই দেওয়া যাবে পরীক্ষা। এমন নিয়মই আনতে চলেছে সিবিএসই বোর্ড। নবম-দ্বাদশ শ্রেণির জন্য আপাতত এই ব্যবস্থা চালু হচ্ছে। পরীক্ষামূলকভাবে ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক এবং বায়োলজি পরীক্ষা হলে বই ও স্টাডি মেটেরিয়ালস নিয়ে বসতে পারবে ছাত্রছাত্রীরা। তবে প্রথম দফায় নির্দিষ্ট কিছু স্কুলেই এই পদ্ধতি প্রয়োগ হবে। চলতি বছরের নভেম্বর মাস থেকেই এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

আরও পড়ুন-গুন্ডা দিয়ে উন্নয়ন রুখতে পারবে না বিজেপি: ঋতব্রত

ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সুপারিশ অনুযায়ী এই নিয়ম চালু করা হবে। তবে, নবম থেকে দ্বাদশ শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষাতেই কেবলমাত্র এই পদ্ধতি প্রয়োগ করা হবে পরীক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং কতটা সময় নিচ্ছে কোনও জিনিস বুঝতে বা খুঁজে পেতে তার মূল্যায়ন করা হবে বলে সিবিএসই সূত্রে জানা গিয়েছে। এটাকে অনেকে খুশির খবর মনে করলেও আদতে খোলা বই সামনে রেখে পরীক্ষা দেওয়া যথেষ্ট কঠিন বিষয়। কারণ বই খুলে লিখলে তার স্মৃতিক্ষমতার কোনও যাচাই হয় না সত্যি, কিন্তু উত্তর সম্পর্কে তার সাধারণ জ্ঞান, দ্রুত খুঁজে বের করা এবং নিজস্ব ধারণার যাচাই সহজ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Latest article