মহকুমা পরিষদের নির্বাচনে ময়দানে নেই বিরোধীরা, ল্যান্ডস্লাইড ভিকট্রির পথে তৃণমূল

পুরসভা নির্বাচনের মতো এবার মহকুমা পরিষদ নির্বাচনেও ল্যান্ডস্লাইড ভিকট্রি হবে, জানালেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পুরসভা নির্বাচনের (election) মতো এবার মহকুমা পরিষদ নির্বাচনেও ল্যান্ডস্লাইড ভিকট্রি হবে, জানালেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে তৃণমূল কংগ্রেস আগে কখনও বিজয়ী হয়নি। ঠিক শিলিগুড়ি পুরনিগমের মতো। প্রথমবার পুরসভা দখল করে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন-বিশ্বকাপ শুটিংয়ে সোনা রমিতাদের

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসকের দফতরে। এদিন মহকুমা পরিষদের ৯ জন তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ কয়েকশো দলীয় কর্মীর সঙ্গে গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা তৃণমূলের চেয়ারম্যান অলক চক্রবর্তী, শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিক্ষক নেতা সুপ্রকাশ রায় মিছিল করে মহকুমা শাসকের দফতরে আসেন। মহকুমা শাসকের দফতরে ৯ জন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভিন্ন ঘরে মনোনয়নপত্র জমা দেন। তবে গৌতম দেব সমস্ত প্রার্থীর কাছে গিয়ে দলের প্রতীক তাঁদের হাতে তুলে দেন। তিনি বলেন, ‘‘ফাঁসিদেওয়া ও মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে থাকলেও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব আসনে জয়ী হবে।’’

Latest article