মেলবোর্ন, ১২ নভেম্বর : ইতিহাস ডাকছে বাবর আজমদের। ২০০৯ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ১৩ বছর পর আরও একটা টি-২০ বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় বাবররা। মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি কি করতে পারবে পাক ক্রিকেট!
তবে ফাইনালে বাদ সাধতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে। বৃষ্টির কথা মাথায় রেখে ফাইনাল ম্যাচের সময়সীমা বাড়িয়েছে আইসিসি। বাড়তি দু’ঘণ্টা সময় রাখা হয়েছে হাতে। এছাড়া সোমবার রিজার্ভ ডে তো রয়েইছে। যদিও রবি এবং সোম, দু’দিনই মেলবোর্নে ভালই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন-সিপিএমের সন্ত্রাসের বলি ১১ কৃষককে স্মরণ তৃণমূলের
রবিবাসরীয় ফাইনাল উসকে দিচ্ছে ৩০ বছরের পুরনো আরও এক কাপ জয়ের স্মৃতি। ১৯৯২ সালে এই অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান। সেবারও ফাইনালে ইমরানদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেবার টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে যেতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ইমরানরা। এবারও ভাগ্যের সাহায্য না পেলে ‘সুপার ১২’ থেকেই বিদায় নিতেন বাবররাও। তাই ইমরানদের বিশ্বজয়ের স্মৃতি বাড়তি অনুপ্রাণিত করছে পাক ড্রেসিংরুমকে।
শনিবার সাংবাদিক সম্মেলনে এসে বাবরের বক্তব্য, ‘‘শেষ তিনটে ম্যাচের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। বিশ্বকাপ ফাইনাল খেলব বলে আমরা উত্তেজিত। তবে স্নায়ুর চাপে ভুগছি না। বরং চাপ সামলে নিজেদের সেরাটাই দিতে চাই।’’ পাক অধিনায়ক আরও যোগ করেছেন, ‘‘বিশ্বকাপের প্রত্যেক ম্যাচেই দর্শকদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। সেমিফাইনালে জেতার পর তো মনে হচ্ছিল সিডনি নয় দেশের কোনও মাঠে খেলছি। ফাইনালেও গ্যালারির এই সমর্থন চাই।’’
আরও পড়ুন-দেব সেনাপতি কার্তিকের ইতিবৃত্ত
শেষ মুহূর্তে কেউ চোট পয়ে ছিটকে না গেলে, পাক দলে কোনও পরিবর্তন হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন বাবর। সেমিফাইনালে ভারতের হারের পর ট্যুইট করে খোঁচা দিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এড়িয়ে যান বাবর। পাক অধিনায়কের মন্তব্য, ‘‘সত্যি কথা বলতে কী, আমি ট্যুইটটা দেখিনি।’’
আরও পড়ুন-গুজরাত ভোটে এবার দুঃস্বপ্ন তাড়া করছে জঞ্জাল পার্টিকে
এদিকে, ভারতকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ইংল্যান্ড শিবির। তবে সেমিফাইনালের মতো ফাইনালেও দাভিড মালান ও মার্ক উডকে পাচ্ছে না ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার আবার পাক পেস বোলিংকে প্রশংসায় ভরিয়ে দিলেন ফাইনালের ২৪ ঘণ্টা আগে। তিনি বলেন, ‘‘পাকিস্তান দারুণ শক্তিশালী দল। ওদের ফাস্ট বোলিং তো বিশ্বের অন্যতম সেরা। আমি নিশ্চিত, এই পাক পেসারদের অনেকেই অদূর ভবিষ্যতে বিশ্বের সেরাদের তালিকায় থাকবে।’’