সংবাদদাতা: ঝাড়গ্রাম : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক আলোচনা সভা হল। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের উওর ইটামান্ডুয়া এলাকায় ইটামান্ডুয়া বুথ কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা হয়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত, রগড়া অঞ্চল সভাপতি পঞ্চানন দাস প্রমুখ।
আরও পড়ুন-সংসদ হোক বা বসতি, জনতার বিরোধিতা গুঁড়িয়ে দেবে বুলডোজার
তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের সভাপতি কমল কান্ত রাউত বলেন, ‘সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে গিয়ে দলীয় কর্মীদের নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও বুথে কোনও সমস্যা রয়েছে কিনা তা যেমন জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে সেই বুথে কোনও উন্নয়নমূলক কাজকর্ম বাকি রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাঁকরাইল ব্লকের প্রতিটি বুথে দলীয় কর্মীদের নিয়ে আলোচনাসভা করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন-অরণ্যভূমিতে গড়ে উঠবে মহিলাদের নয়া জীবন-জীবিকা
আলোচনা সভায় দলীয় কর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত ব্লক থেকে অঞ্চল নেতৃত্বরা, দলীয় কর্মীদের গুরুত্ব দিয়ে সবকিছুই কাজ করা হবে বলে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমলকান্ত জানান। গত পঞ্চায়েত নির্বাচনে সাঁকরাইল ব্লকে তৃণমূল কংগ্রেস সেভাবে ভাল ফল করতে পারেনি। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে।