বিনোদন

পুনর্নিমাণে আন্দোলিত পার্থ-দেবশঙ্করের ফেরারি ফৌজ

অর্পিতা চৌধুরী: হেমন্তের শীতসন্ধ্যায় ফিরে দেখা ‘ফেরারি ফৌজ’। উৎপল দত্তর নাটক। পুনর্নিমাণে ‘নৈহাটি নাট্য সমন্বয়’। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এই নাট্যগোষ্ঠীর কর্ণধার। পেশাদার অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত, প্রশংসিত। নির্মোহ ভঙ্গির সাবলীল দক্ষতায় ফেরারি ফৌজের জ্যোতির্ময়কে তুলে এনেছেন। সিরিয়াস সংলাপের মাঝে ফল্গুধারার মতো ছোট ছোট হাস্যরস। পার্থর অভিনয় যথাযথ। আর আছেন দেবশঙ্কর হালদার। দ্বৈত চরিত্রের বৈপরীত্য সমান মুনশিয়ানায় ফুটিয়ে তুলেছেন। তিনি সেই অভিনেতা, যাঁকে বলা যায় ‘নাটকের জন্য বলিপ্রদত্ত’। ব্রিটিশের গুপ্তচর নীলমণির আড়াল সরিয়ে দেশপ্রেমী-বিপ্লবী শান্তিদার নাটকীয় আত্মপ্রকাশের জার্নি দেবশঙ্করের দুর্দান্ত অভিনয়ে।

আরও পড়ুন-পাটনায় কোচিংয়ে যাওয়ার পথে মাথায় গুলি.বিদ্ধ হয়ে ১৭ বছরের কিশোরী খু.ন

পরাধীন ভারতের প্রেক্ষাপটে ফেরারি ফৌজ। বিপ্লবের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের চালচিত্র। একদল বাঙালি স্বাধীনতা জয়ের স্বপ্ন দেখছে। সমান্তরালভাবে আর একদল ব্রিটিশ শাসকের হাতিয়ার। একদলের স্বাধীনতার আকাঙ্ক্ষা অন্য দলের চোখে মাস হিস্টিরিয়া। একদিকে ঘরশত্রু বিভীষণের মতো দালাল-গুপ্তচর, অন্যদিকে দেশের শত্রু শাসক ব্রিটিশ। দুই শক্তির মোকাবিলায় বিপ্লবীদের নানা কৌশল। সামনাসামনি, আড়ালে-আবডালে। স্বাধীনতা জয়ের লক্ষ্যে অসম লড়াই ঘরে-বাইরে। একদিকে যখন বিপ্লবের আশা-উত্তাপ, হার না মানা জেদ, স্বপ্ন— অন্যদিকে তখন আত্মঘাতী ভুলে জর্জরিত হয়ে স্বপ্নভঙ্গের বেদনা, শহিদের মৃত্যু। কখনও কৌশলের ভুল, কখনও অকল্পনীয় বিশ্বাসঘাতকের গোপন ছুরি। বারবার পরিকল্পনা ব্যর্থ হয়, বন্ধুবেশী শত্রুর চক্রান্তে ফালাফালা হয়ে যায় বিপ্লবের স্বপ্ন। তারপরেও নতুন স্বপ্ন নিয়ে জোট বাঁধার প্রতিজ্ঞা। অত্যাচার, যন্ত্রণা, হতাশা, ব্যর্থতা শেষে বদলের বার্তা।

আরও পড়ুন-ভূমিহীনদের জমির অধিকার দিলেন মুখ্যমন্ত্রী, উত্তর জুড়ে উন্নয়ন

গোটা নাটকের জার্নিতে যে গতি আছে তা আবহসঙ্গীত আর যন্ত্রানুষঙ্গের দৌলতে আরও টানটান হয়েছে। মঞ্চ জুড়ে অভিনেতাদের শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার দাপট, আলোর ব্যবহার, দৃশ্যায়ন— সব মিলিয়েই ফেরারি ফৌজের সফল পুনর্নিমাণ করেছে নৈহাটি নাট্য সমন্বয়। এজন্য বিশেষভাবে কৃতিত্ব দিতে হয় পরিচালক দেবাশিসকে। কালজয়ী এক নাটক পুনর্নিমাণের চ্যালেঞ্জ সফলভাবে সসম্মানে উতরেছেন তিনি। সহ-নির্দেশনায় ভাস্কর মুখোপাধ্যায়।

আরও পড়ুন-খেজুর রসের টানে দেশান্তরি হন আবদুল

গোটা নাটকেই টিম-ওয়ার্ক খুব ভাল। তবু আলাদা করে কয়েকজনের কথা উল্লেখ করতেই হয়।
ট্র্যাজিক হিরোর চরিত্রে অশোক চ্যাটার্জিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার কৃতিত্ব অভিনেতা বুদ্ধদেব দাসের। বিশেষত তাঁর চরিত্রটিতে বৈচিত্র্য-সংঘাত প্রচুর। নানা অবস্থার মানসিক দ্বন্দ্ব, যন্ত্রণা-সংকল্পের বহুমুখী মেজাজ চমৎকার তুলে ধরেছেন। মৃত্যুর মুহূর্তে ‘লাইফ ইজ বিউটিফুল’ অভিব্যক্তি অসাধারণ। আবার ঝানু পুলিশকর্তা হিতেন দাশগুপ্তর চরিত্রায়ণে পার্থ বন্দ্যোপাধ্যায় দুর্দান্ত। পাশাপাশি প্রকাশ মুকুটির চরিত্রে অনুরণ সেনগুপ্ত। দালাল, লম্পট পুলিশের ভূমিকায় এঁদের অভিনয় এত স্বাভাবিক, যা দেখলে দর্শকের রাগ-ক্ষোভ-ঘৃণা হবে। এখানেই অভিনেতার জিত। এ ছাড়া উল্লেখ করতে হয় কস্তুরী চক্রবর্তী (শচী), দেবযানী সিংহ দত্ত (রাধারানি), সুরঞ্জনা দাশগুপ্ত (বঙ্গবাসী) আর ছোট্ট গোপার চরিত্রে ঐশিকী চক্রবর্তীর অভিনয়। বাকিরাও যথাযথ। সব মিলিয়ে দারুণ টিম-ওয়ার্ক। গোটা নাটকেই চমকপ্রদ গতি আছে, যা দর্শককে টানটান উত্তেজনায় শুরু থেকে শেষ ধরে রাখবে।

আরও পড়ুন-মনোজে মাতোয়ারা উৎসব, ফুরোলো নবমী নিশি

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার সৌজন্যে সম্প্রতি গিরিশ মঞ্চে হয়ে গেল ফেরারি ফৌজ। হলভর্তি দর্শকের সঙ্গে বসে পুরো নাটকটি দেখেছেন শশী। নাট্যমোদী দর্শক হিসাবে ছিলেন সাংবাদিক-রাজনীতিক কুণাল ঘোষও। বাংলার নানা প্রান্তের আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাক ‘ফেরারি ফৌজ’, দর্শক হিসাবে এই প্রত্যাশা থাকবেই।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

6 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

26 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago