মনোজে মাতোয়ারা উৎসব, ফুরোলো নবমী নিশি

তার আগে চুটিয়ে উপভোগ করেছেন সিনেপ্রেমীরা। ঘুরে ঘুরে সিনেমা দেখেছেন। শুনেছেন আলোচনা। তুলেছেন সেলফি। করেছেন পেটপুজো।

Must read

প্রতিবেদন : সোমবার ছিল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নবমী। মনখারাপের রেশ ছড়িয়ে পড়ে দিনের শেষে। তার আগে চুটিয়ে উপভোগ করেছেন সিনেপ্রেমীরা। ঘুরে ঘুরে সিনেমা দেখেছেন। শুনেছেন আলোচনা। তুলেছেন সেলফি। করেছেন পেটপুজো।

আরও পড়ুন-ভূমিহীনদের জমির অধিকার দিলেন মুখ্যমন্ত্রী, উত্তর জুড়ে উন্নয়ন

দিনের মধ্যমণি ছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ি। উৎসবে তিনি কাটিয়েছেন প্রায় তিন ঘন্টা। প্রথমে মুখোমুখি হন সাংবাদিকদের। পরে একতারা মুক্তমঞ্চে অংশ নেন মাস্টার্স ক্লাসে। তাঁকে ঘিরে দেখা যায় ব্যাপক উন্মাদনা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে পেরে তিনি গর্বিত। জানান সেই কথা। সেইসঙ্গে বলেন, মন যা চাইবে সেটা করলে জীবনে সাফল্য আসবেই। বাবা চেয়েছিলেন ডাক্তার হই। অথচ হয়ে গেলাম অভিনেতা। ভবিষ্যতে ভালো অভিনেতা পরিচালক উঠে আসা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ‘শূল’ অভিনেতা। এর জন্য তিনি রিলসের জনপ্রিয়তাকে দায়ী করেছেন। তাঁর মতে, সাধনা না থাকলে ভালো অভিনেতা হওয়া যায় না। নতুনদের মধ্যে সাধনার বড় অভাব। অনেকেই চটজলদি পরিচিতি পেতে চান। বদল এসেছে সিনেমায়। বদলেছে ভাষা। স্বীকার করে তিনি বলেন, সমাজে সিনেমার খুব একটা প্রভাব পড়ে না। কারণ কোনোদিনই সিনেমাকে অনুকরণ করে না সমাজ। সঙ্গে ছিলেন সুধীর মিশ্র, অরিন্দম শীল প্রমুখ।

আরও পড়ুন-খেজুর রসের টানে দেশান্তরি হন আবদুল

সিনে আড্ডার বিষয় ছিল ‘গানের জন্য সিনেমা না সিনেমার জন্য গান’। সঞ্চালনা করেন জয় সরকার। তিনি মনে করিয়ে দেন, সিনেমা একশো বছরের হলেও গান কিন্তু হাজার বছরের। ছিলেন ঊষা উত্থুপ, রাঘব চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইমন চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা পাত্র, অর্কদীপ মিশ্র প্রমুখ। অনুষ্কা বলেন, সিনেমা দেখার থেকে সিনেমার গান শুনতেই বেশি পছন্দ করি। তিনি শোনান অরিজিৎ সিংয়ের গাওয়া একটি জনপ্রিয় গান। ছবি : শুভেন্দু চৌধুরী

Latest article