বিপ.জ্জনক জল ট্যাঙ্কের নিচ দিয়ে চলছে অবাধ যাতায়াত

তবুও হুঁশ নেই রেলের। বুধবার বর্ধমান রেল স্টেশনে, জলের ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তিনজন প্রাণ হারিয়েছেন।

Must read

সংবাদদাতা, হুগলি : তবুও হুঁশ নেই রেলের। বুধবার বর্ধমান রেল স্টেশনে, জলের ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তিনজন প্রাণ হারিয়েছেন। কিন্তু রেল রয়েছে একই জায়গায়। রেলের যাত্রী সুরক্ষা অথৈ জলে। বৃহস্পতিবার সকালে দেখা গেল এরকমই একটি জলের ট্যাঙ্ক বিপজ্জনক অবস্থায় রয়েছে উত্তরপাড়া স্টেশনে। এখানকার টিকিট কাউন্টারের পাশে জীর্ণ অবস্থায় রয়েছে রিজার্ভারটি।দীর্ঘদিন নেই কোনও সংস্কার।

আরও পড়ুন-শহরে এবার সাহিত্যিক শিবরামের নামে রাস্তা

জলাধারের দেওয়াল থেকে চাঙ্গড় খসে খসে পড়ছে ,যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে উত্তরপাড়ায়। কিন্তু সব জেনেও চুপ রেল মন্ত্রক। বুধবার বর্ধমান স্টেশনের ঘটনার পর উত্তরপাড়ার স্থানীয় মানুষজন থেকে শুরু করে অফিসযাত্রী, নিত্যযাত্রীরা উদ্বেগ প্রকাশ করছেন এব্যাপারে। তাঁদের দাবি, এই জল ট্যাঙ্কটা অবিলম্বে এখান থেকে সরিয়ে দেওয়া হোক অথবা এটিকে সংস্কার করে নতুনভাবে তৈরি করা হোক। নিত্যযাত্রী রূপেশ ঘোষ, বরুণ দাস জানালেন, কিছুদিন আগেই এখান থেকে একটা বড় চাঙড় খসে পড়েছিল, খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিল কয়েকজন। রেলের তরফে কেউ এব্যাপারে মুখ খুলতে নারাজ।

Latest article