শহরের নিরাপত্তায় এবার পুলিশের হাজার ক্যামেরা

নিজের দফতরে বসেই হাজার ক্যামেরায় শহরের নিরাপত্তার হাজারো খবর নজরে রাখছেন খোদ হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী স্বয়ং

Must read

সংবাদদাতা, হাওড়া : নিজের দফতরে বসেই হাজার ক্যামেরায় শহরের নিরাপত্তার হাজারো খবর নজরে রাখছেন খোদ হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী স্বয়ং। নিজের দফতরে বসেই গোটা হাওড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তা থেকে সমস্ত এলাকার নজরদারি করছেন তিনি। হাওড়ার নগরপাল নিজের দফতরে বসে দুটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এভাবেই গোটা শহরের নিরাপত্তার হালহকিকত চাক্ষুষ করছেন।

আরও পড়ুন-বিপ.জ্জনক জল ট্যাঙ্কের নিচ দিয়ে চলছে অবাধ যাতায়াত

মাউসের এক ক্লিকেই কোনা এক্সপ্রেস থেকে পৌঁছে যাচ্ছেন উত্তর হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে। আবার তার পর মুহূর্তেই উত্তর হাওড়ার বাঁধঘাট থেকে চলে যাওয়া যাচ্ছে লিলুয়ার বেনারস রোড কিংবা বেলগাছিয়া মোড়ে। এভাবেই নিশ্চিন্দা থেকে সাঁকরাইল কিংবা হাওড়া থেকে ডোমজুড় সিটি পুলিশ এলাকার ১৮টি থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নখদর্পণে রয়েছে তাঁর। এতদিন পর্যন্ত বিভিন্ন ট্রাফিক অফিস থেকে শুরু করে বিভিন্ন থানাতে এই ধরনের নজরদারি থাকত। কিন্তু তা সত্ত্বেও এবার নিজের হাতেই সবকিছু দেখে নিচ্ছেন কমিশনার। কমিশনারের দাবি, পুলিশ কর্মীরা সারাদিন রাস্তায় নেমে কাজ করেন। তার মধ্যেও অনেক সময় যানজটের আসল কারণ থেকে ছোটখাটো বিষয় তাঁদের নজর এড়িয়ে যায়। এখন থেকে এই ধরনের সমস্যার দ্রুত সমাধান করা যাবে।

আরও পড়ুন-শহরে এবার সাহিত্যিক শিবরামের নামে রাস্তা

কমিশনারেট অফিসে বসেই সেইসব সমস্যার মুশকিল আসন করবেন খোদ পুলিশ কমিশনার। রাস্তার নাম বা এলাকার নামের উপরেই মাউস ক্লিক করলেই চলে আসছে সেই এলাকার সব ছবি। এই সিসি ক্যামেরার মধ্যে রয়েছে বিশেষ কিছু ক্যামেরা, সেই ক্যামেরায় অটোমেটিক রেকর্ড হচ্ছে সেই এলাকা দিয়ে যাওয়া গাড়ির নম্বর থেকে শুরু করে সেই গাড়ির যাবতীয় সব তথ্য। এর ফলে অন্যত্র ক্রাইম করে এই রাস্তা ধরে অপরাধীরা পালালেও সেই সব গাড়ি সহজেই ট্র্যাক করা সম্ভব হচ্ছে বলে জানান হাওড়া পুলিশ কমিশনার।

Latest article