শহরে এবার সাহিত্যিক শিবরামের নামে রাস্তা

কিন্তু বাড়ি যতই বিপজ্জনক হোক, রাস্তা কিন্তু বয়ে চলেছে আজও সেই পুরনো স্মৃতি। তাই সেই স্মৃতি বাঁচিয়ে রাখতে এবার উদ্যোগী কলকাতা পুরসভা।

Must read

প্রতিবেদন : লেখার গুণে অনায়াসেই পাঠকদের হাসাতে পারতেন সাহিত্যিক শিবরাম চক্রবর্তী। এবার এই সাহিত্যিকের নামেই উত্তর কলকাতার এক রাস্তার নামকরণ করতে চলেছে কলকাতা পুরসভা। সম্প্রতি এক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। মুক্তারামবাবু স্ট্রিটের ১৩৪ নম্বর বাড়ি। এই বাড়িই শিবরাম চক্রবর্তীর মেস বলে পরিচিত। কলকাতা পুরসভা ‍‘বিপজ্জনক বাড়ি’ বোর্ডও ঝুলিয়েছে।

আরও পড়ুন-পাকিস্তানি নিন্দুকদের ধুয়ে দিলেন মহম্মদ শামি

কিন্তু বাড়ি যতই বিপজ্জনক হোক, রাস্তা কিন্তু বয়ে চলেছে আজও সেই পুরনো স্মৃতি। তাই সেই স্মৃতি বাঁচিয়ে রাখতে এবার উদ্যোগী কলকাতা পুরসভা। তাঁর ১২০তম জন্মদিনে শ্রদ্ধা কলকাতার পুরসভার। মুক্তারামবাবু স্ট্রিট অর্থাৎ শিবরামের মেসবাড়ির এলাকার রাস্তার নাম বদলে হবে শিবরাম চক্রবর্তী স্ট্রিট। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরসভার কাছে এই প্রস্তাব দেন। শিক্ষামন্ত্রীর প্রস্তাবে উদ্যোগী হন খোদ মেয়র ফিরহাদ হাকিম। তারপরেই সর্বসম্মতিক্রমে পুরসভার এক বৈঠকে পাশ হয়ে যায় এই প্রস্তাব। ওই মেস বাড়িতে সংগ্রহশালা বানানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

Latest article