পাকিস্তানি নিন্দুকদের ধুয়ে দিলেন মহম্মদ শামি

একদিনের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর মহম্মদ শামির সেলিব্রেশন নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক।

Must read

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : একদিনের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর মহম্মদ শামির সেলিব্রেশন নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। সেদিন পঞ্চম উইকেট নেওয়ার পর মাঠেই বসে পড়েন ভারতীয় পেসার। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য উঠে দাঁড়ান। এর পরেই সোশ্যাল মিডিয়ার শুরু হয় জোর বিতর্ক। পাকিস্তানি নেটিজেনদের একাংশ দাবি তোলেন, ভারতের মাঠে খেলা হচ্ছে বলেই প্রকাশ্যে সদজা করতে গিয়েও পিছিয়ে এসেছে শামি।

আরও পড়ুন-সংসদে নিরাপত্তা দিতে পারে না, দেশের সুরক্ষা কীভাবে দেবে কেন্দ্র? প্রশ্ন তুলল তৃণমূল

সেই সময় এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এবার মুখ খুললেন স্বয়ং শামি। সমালোচকদের একহাত নিয়ে তিনি জানিয়েছেন, মাঠের মধ্যে সজদা করতে চাইলে অবশ্যই করতেন। কিন্তু সেদিন তিনি সজদা করার কথা ভাবেনইনি। বরং ক্লান্ত হয়ে মাঠে বসে পড়েছিলেন। শামির বক্তব্য, ‘‘সজদা করতে চাইলে কেউ আমাকে বাধা দিতে পারে না। আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারও ধর্ম পালনে বাধা দেব না। যদি সজদা করার ইচ্ছে হয়, অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি, আমি একজন ভারতীয় মুসলিম। আগেও তো এক ম্যাচে বহুবার পাঁচ উইকেট নিয়েছি। তখন কি আমাকে মাঠে সজদা করতে দেখেছেন?’’ তিনি আরও বলেছেন, ‘‘এই ধরনের বিতর্ক যারা ছড়ায়, তাদের থেকে দূরে থাকাই উচিত। এরা আসরে সব সময় বিতর্ক তৈরি করতে চায়। সেদিন আমি ক্ষমতার বাইরে গিয়ে বোলিং করেছিলাম। তাই ক্লান্ত হয়ে মাঠে বসে পড়ি। অথচ এটা নিয়ে অহেতুক মুখরোচক খবর রটানো হল।’’

Latest article