জলপথে আক্রমণের পরিকল্পনা, নৌবাহিনীকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিলেন পুতিন

পুতিন চাইছেন, দ্রুত সেই ঘটনার বদলা নিতে। সে কারণেই স্থলপথের পাশাপাশি এবার জলপথেও ইউক্রেনের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা

Must read

প্রতিবেদন : দীর্ঘ সাড়ে দশ মাস যুদ্ধ চালিয়েও ইউক্রেন বিজয় অধরা পুতিনের। চলতি বছরের শুরু থেকেই কিয়েভের উপর হামলার মাত্রা অনেকটাই বাড়িয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র। তবে ইউক্রেনের পালটা আঘাতে দখল করা এলাকাও হাতছাড়া হয়েছে মস্কোর। কিয়েভের পাল্টা প্রত্যাঘাতে কয়েকদিন আগেই বিপুল সংখ্যক রুশ সেনার মৃত্যুও হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে পদাতিক বাহিনী ছাড়া এবার নৌবাহিনীকেও কাজে লাগাতে চাইছেন পুতিন। সেই লক্ষ্যে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত নতুন যুদ্ধজাহাজ দেশের নৌবাহিনীর হাতে তুলে দিলেন পুতিন।

আরও পড়ুন-আমেরিকায় একই পরিবারের আট সদস্যের দেহ উদ্ধার

বুধবার অ্যাডমিরাল গোর্শকভ নামের ওই ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দেন পুতিন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু। পুতিন এবং সের্গেই অ্যাডমিরাল গোর্শকভের কমান্ডার ইগর ক্রোখমলের সঙ্গে আলোচনাও সারেন।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষ্ণসাগরের উপকূলবর্তী ইউক্রেনের খেরসন, ওডেসা এবং মারিউপোল শহরের উপর চাপ তৈরি করতেই ওই এলাকায় মোতায়েন করা হবে শব্দের চেয়ে দ্রুত গতিবেগসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত এই যুদ্ধজাহাজ। স্থলপথ ও জলপথ দুই দিক থেকে ইউক্রেনের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ চালাতেই এই পরিকল্পনা করেছেন পুতিন। কয়েকদিন আগেই কিয়েভের পাল্টা হামলায় ৯০ জন রুশ সেনা প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-রুশ ইঞ্জিনিয়ারের কপাল ও চোখে ভারী আঘাতের চিহ্ন

পুতিন চাইছেন, দ্রুত সেই ঘটনার বদলা নিতে। সে কারণেই স্থলপথের পাশাপাশি এবার জলপথেও ইউক্রেনের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা। এরই মধ্যে বুধবার গভীর রাতে রুশ বাহিনীর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে খেরসন ও অন্য কয়েকটি শহরে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এর্দোগানকে পুতিন বলেছেন, তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চান। তবে তার জন্য কঠিন শর্ত রেখেছেন তিনি। ইউক্রেনের যে অঞ্চলগুলি রাশিয়া নিজের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করেছে তাকে মান্যতা দিতে হবে কিয়েভকে এমনটাই দাবি পুতিনের।

Latest article