রুশ ইঞ্জিনিয়ারের কপাল ও চোখে ভারী আঘাতের চিহ্ন

উল্লেখ্য, মঙ্গলবার পারাদীপ বন্দরে নোঙর করা রাশিয়ার একটি জাহাজে সের্গেই নামে ৫১ বছরের এক রুশ ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার হয়।

Must read

প্রতিবেদন : ওড়িশার পারাদীপ বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজ থেকে রুশ ইঞ্জিনিয়ার মিলিয়াকভ সের্গেইয়ের দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল নতুন তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, মৃত রুশ নাগরিক সের্গেইয়ের কপালের বাঁ দিকে রয়েছে আঘাতের চিহ্ন। বাঁ চোখ ও ভ্রুতেও আছে আঘাতের চিহ্ন।

আরও পড়ুন-গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল

উল্লেখ্য, মঙ্গলবার পারাদীপ বন্দরে নোঙর করা রাশিয়ার একটি জাহাজে সের্গেই নামে ৫১ বছরের এক রুশ ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার হয়। ওই জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্টের পর সের্গেইয়ের মৃত্যু নিয়ে নতুন করে রহস্য তৈরি হল।
ওই রুশ ইঞ্জিনিয়ার জাহাজে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশের দাবি, ভিসেরা রিপোর্ট এলেই সের্গেইয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওড়িশার ডিজিপি সুনীল বনশল জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনে এই ঘটনার তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হবে।

আরও পড়ুন-আবাস যোজনায় দুর্নীতি নেই, দাবি রায়দিঘির বিধায়কের

উল্লেখ্য, ১৫ দিনের মধ্যে ওড়িশায় তিন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রতিটি মৃত্যুই অস্বাভাবিক। মৃতদের মধ্যে দুজন কট্টর পুতিন-বিরোধী বলেই পরিচিত। সে কারণেই রুশ ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক ও মৃত্যুতে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এখন দেখার রুশ নাগরিকদের মৃত্যুরহস্যের জাল ওড়িশা পুলিশ খুলতে পারে কি না।

Latest article