দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চন্দননগরে

সাগরতীর্থ

গঙ্গা মিশেছে গঙ্গাসাগরে
সাগর মিশেছে মোহনায়
সারা বিশ্বের বিরলদৃশ্য
দেখতে পাবেন বাংলায়।
ঢেউ উঠেছে “ঢেউ সাগরে”
সৈকতে জাগছে সকাল।
নূতন তটেতে “ভোর” এসেছে
সাজছে সাগরে বিকাল।
“রূপ সাগরের” রূপের ছটায়
রূপসী সমুদ্র সাজছে
বালুকাবেলায় রূপালি ঝিলিক
সাদা বালিতে চিকচিক জ্বলছে।
ঝাউ বন আর ম্যানগ্রোভে ভরা
স্রোতস্বিনী সমুদ্রতটে
চাঁদ ও তারার সাঁঝবাতিতে
রূপসাগর সেজেছে বটে।
নূতন পথ চলার জনস্রোতে
জলসাথীর সাগর পারে
নূতনভাবে সৃষ্টি হলো
গঙ্গা, আবিষ্কারের ভোরে।

Latest article