জ্ঞানবাপীতে নমাজ বন্ধ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, জ্ঞানবাপী মসজিদের কোথাও নমাজ পড়তে যাতে বাধা না আসে তা বারাণসীর জেলাশাসককে নিশ্চিত করতে হবে৷

Must read

প্রতিবেদন : জ্ঞানবাপী বিতর্কে নয়া মোড়। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, কোনও অবস্থাতেই জ্ঞানবাপী মসজিদে নমাজ বন্ধ করা যাবে না। বারাণসী আদালত যদি মনে করে, তবে মসজিদের জলাধারে তথাকথিত শিবলিঙ্গের নিরাপত্তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিতে পারে।

আরও পড়ুন-এবার কি নাম বদল লখনউয়ের?

কাশীর জ্ঞানবাপী মসজিদের ওজুখানার জলাধারে তথাকথিত শিবলিঙ্গের (মতান্তরে ফোয়ারা) নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দিতে পারে বারাণসীর আদালত। কিন্তু কোনও ভাবেই মসজিদে নমাজ বন্ধ করা যাবে না। এর আগে বারাণসী আদালতের বিচারক রবিকুমার দিবাকর মসজিদ চত্বরের ওজুখানা ও সংলগ্ন এলাকা সিল করার নির্দেশ দেন। নির্দেশে বলা হয়, বারাণসীর জেলাশাসক, পুলিশ কমিশনার এবং সিআরপিএফের একজন কমান্ডান্ট (সুপার) স্তরের আধিকারিককে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন-ভূস্বর্গে হিংসা : দায়ী কাশ্মীর ফাইলস, তোপ মেহবুবার

মসজিদের ওই এলাকায় কাউকেই প্রবেশ করতে দেওয়া যাবে না। এই নির্দেশের প্রেক্ষিতেই অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার নমাজ চালু রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, জ্ঞানবাপী মসজিদের কোথাও নমাজ পড়তে যাতে বাধা না আসে তা বারাণসীর জেলাশাসককে নিশ্চিত করতে হবে৷

Latest article