ভূস্বর্গে হিংসা : দায়ী কাশ্মীর ফাইলস, তোপ মেহবুবার

কাশ্মীর ফাইলস শুধু কাশ্মীরে নয়, গোটা দেশেই হিংসার পরিবেশ তৈরি করেছে। এই ছবিতে দেখানো যাবতীয় ঘটনাকেও সরাসরি মিথ্যা বলেছেন ফারুক

Must read

প্রতিবেদন : কাশ্মীরি পণ্ডিতদের হত্যা নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। গত সপ্তাহে কাশ্মীরে দিনের আলোয় অফিসে ঢুকে জঙ্গিরা খুন করেছিল পণ্ডিত সম্প্রদায়ের সরকারি চাকরিজীবী রাহুল ভাটকে। সম্প্রতি কাশ্মীরে নতুন করে বেশ কয়েকটি খুনোখুনি ও হিংসার ঘটনা ঘটেছে। বিশেষ করে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায় ও পরিযায়ী শ্রমিকরা ছিল জঙ্গিদের নিশানায়। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।

আরও পড়ুন-ট্রেন যেন খেলনাগাড়ি

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কাশ্মীরে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টির মূলে রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি কাশ্মীর ফাইলস। একই সঙ্গে মেহবুবার দাবি, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপদে থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছিলেন। ২০১৬ সালে কাশ্মীর ছিল যথেষ্ট উত্তপ্ত। কিন্তু সে সময় কোনও পণ্ডিতকে প্রাণ হারাতে হয়নি। কিন্তু কাশ্মীর ফাইলস ছবিটি নতুন করে ভূস্বর্গে হিংসার পরিবেশ ফিরিয়ে এনেছে। কাশ্মীরে নতুন করে হিংসা ছড়ানোর জন্য যখন একটি ছবিকে দায়ী করছেন মেহেবুবা তখন ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সরাসরি এই ছবিটি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এই প্রবীণ নেতা বলেছেন, কাশ্মীর ফাইলস শুধু কাশ্মীরে নয়, গোটা দেশেই হিংসার পরিবেশ তৈরি করেছে। এই ছবিতে দেখানো যাবতীয় ঘটনাকেও সরাসরি মিথ্যা বলেছেন ফারুক।

Latest article