রাস্তায় পড়ে পিঁয়াজ

পিঁয়াজের দাম এতটাই কমে গিয়েছে যে তা বিক্রি করে চাষের খরচটুকুও উঠবে না। সে কারণেই তিনি পিঁয়াজ রাস্তায় ঢেলে দিয়েছেন।

Must read

সম্প্রতি কৃষিকাজের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। নরেন্দ্র মোদি সরকারের নীতির কারণে বিপুল বেড়েছে সার ও কীটনাশকের দাম। বিপুল খরচ করে চাষ করার পরও উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা। গত কয়েক দিনে হঠাৎই মহারাষ্ট্রে পিঁয়াজের দাম এতটাই কমে গিয়েছে যে, চাষিরা বিক্রি করে লাভ করার কথা ভুলেই গিয়েছেন।

আরও পড়ুন-জ্ঞানবাপীতে নমাজ বন্ধ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

সেই ক্ষোভে কৈলাস পিপলে নামে মহারাষ্ট্রের বুলধানা জেলার এক কৃষক তাঁর উৎপাদিত পিঁয়াজ ফেলে দিলেন রাস্তায়। রাস্তায় পিঁয়াজ গড়াগড়ি যাওয়ার খবর পেয়ে অনেকেই ছুটে আসেন। অনেকে ব্যাগ আবার কেউ বা বস্তা বা গামছা ভর্তি করে পিঁয়াজ কুড়িয়ে নিয়ে যান। ওই ব্যক্তি রাস্তায় ২০০ কুইন্টাল পিঁয়াজ ফেলে দিয়েছেন বলে জানা গিয়েছে। ওই কৃষক অভিযোগ করেছেন, পিঁয়াজের দাম এতটাই কমে গিয়েছে যে তা বিক্রি করে চাষের খরচটুকুও উঠবে না। সে কারণেই তিনি পিঁয়াজ রাস্তায় ঢেলে দিয়েছেন।

Latest article