টিকা বিক্ষোভ

টিকা না নেওয়া থাকলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। সরকারের এমন পদক্ষেপকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় নামে জনতা।

Must read

করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। টিকা বাধ্যতামূলক এবং যাঁরা টিকা নেননি, তাঁদের ঘরে থাকার নিয়ম জারি করে সেখানকার প্রশাসন। এর বিরুদ্ধেই রাস্তায় নামেন মানুষ। জানা গিয়েছে, প্রায় ৪৫ হাজার বেশি মানুষ রাজপথে বিক্ষোভ দেখান। নভেম্বর মাস থেকে অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকা নেওয়া বাধ্যতামূলক করে সরকার।

আরও পড়ুন-দলের বিরুদ্ধেই সরব গোয়ার বিজেপি বিধায়ক

টিকা না নেওয়া থাকলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। সরকারের এমন পদক্ষেপকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় নামে জনতা। তাঁরা বলছেন, আমরা স্বাধীনতা চাইছি এবং ভ্যাকসিন নেওয়ার বিরুদ্ধে লড়াই করছি। সরকার যে বিধিনিষেধ লাগু করেছে এবং টিকা নেওয়াকে যেভাবে বাধ্যতামূলক করার চেষ্টা করছে তা জনবিরোধী। টিকা না নিলে জরিমানা দিতে হবে। এসবই মানতে পারছেন না সেখানকার মানুষ।

Latest article