KMC 50: দলবদলু-সুবিধাবাদীদের ভোট নয়, মৌসুমির প্রচারে স্পষ্টবাদী কুণাল ঘোষ

(তৃণমূল কাউন্সিলর কাজ আদায় করে নিয়ে আসতে পারবে। তাই ভোট তৃণমূল প্রার্থীকেই দিন। প্রতীক দেখে ভোট দিন)

Must read

যারা প্রতিনিয়ত দল বদলায়, যারা সুবিধাবাদী যারা তৎকাল তাদের একটিও ভোট নয়। উন্নয়নের স্বার্থে, নীতির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে তৃণমূল (TMC) প্রার্থীকেই ভোট দিন। রবিবার কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গিয়ে দলীয় প্রার্থী মৌসুমি দে’র (Mousumi Dey) সমর্থনে এই কথাই বললেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কলকাতা পুরবোর্ড (KMC) আবার তৃণমূলের দখলে যাবে। মেয়র তৃণমূলের হবে। বোরো চেয়ারম্যান তৃণমূলের হবে। রাজ্য সরকার তৃণমূলের। বিধায়ক-সাংসদ তৃণমূলের। তাহলে তৃণমূল প্রার্থী মৌসুমি জিতলেই ওয়ার্ডে উন্নয়নের ধারা বজায় থাকবে।

আরও পড়ুন-মোদির বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে বরাদ্দের ৮০ শতাংশই খরচ বিজ্ঞাপনে

কুণাল ঘোষ এদিন বলেন, “বিধানসভা ভোটের আগে বিজেপি ডাবল ইঞ্জিনের কথা বলেছিল। আমরা পুরভোটে চারটি ইঞ্জিনের কথা বলছি। বোর্ড তৃণমূলের। মেয়র তৃণমূলের। বোরো চেয়ারম্যান তৃণমূলের। আর কাউন্সিলর তৃণমূলের। তাই ওয়ার্ডে উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল প্রার্থী মৌসুমি দে-কেউ ভোট দিন।”

আরও পড়ুন-টিকা বিক্ষোভ

এদিন বিজেপিকেও কটাক্ষ করেন কুণাল। তিনি জানান, “এখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ। ও আমার ভাইয়ের মতো। আমি ওকে ভালোবাসি। কিন্ত নীতির প্রশ্নে ওর বিরোধিতা করছিম কিন্তু ওর বিজেপিতে যাওয়া ঠিক হয়নি। ও যাতে দলে থাকে শেষদিন পর্যন্ত বুঝিয়েছি। শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসিয়েছি। কিন্তু বিজেপিতে চলে গেল। ও পুজো করে। পশুপাখির মেলা করে। কিন্তু সেইসব সহানুভূতি নিয়ে যেন ভোট না পায়। ওর বাবা প্রদীপ ভট্টাচার্য-এর সঙ্গেও আমার ভালো সম্পর্ক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ওনাদের রাজনৈতিক স্থিরতা নেই। কখন কোন দলে আছে সেটা নিজেরাই মনে করতে পারবেন না। তাই দলবদলু, সুবিধাবাদীদের ভোট নয়। এখানকার আদি বিজেপি, তাদের কাছেও অনুরোধ তৎকাল বিজেপির পিছনে ঘুরে জিন্দাবাদ বলবেন না। এরা আজ বিজেপি, কাল নাও থাকতে পারে।”

এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গ টেনে সজল ঘোষকেও বার্তা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, “যে শুভেন্দুর পাল্লায় পড়ে সজল বিজেপিতে গিয়েছে, সেই শুভেন্দু ওকে বিধানসভায় চৌরঙ্গী থেকে প্রার্থী করার কথা বলেছিল। সেই শুভেন্দুই আবার শিখার মিত্রের বাড়িতে গিয়ে তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়। সজল যেন একটি পশু মেলা করে সেখানে শুভেন্দুকে আনে।”

কংগ্রেস ও বামেদের সমালোচনা করে কুণাল ঘোষ এদিন বলেন, “বাম ও কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের মূল্যবান ভোট নষ্ট করবেন না। ওরা জিততে পারবে না। যারা একসঙ্গে ৭ মাস সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, তারা কীভাবে মানুষের জন্য কাজ করবে।”

Latest article