পুণেতে আজ সম্মুখসমরে রাহুল ও রাবাডা

আর পাঞ্জাবের জন্য এই ম্যাচ হল প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াই। ফলে তাদেরও জিততে হবে। অথচ জিতবে মোটে একটি দলই।

Must read

পুণে, ২৮ এপ্রিল : চার আর ছয়ের লড়াই। আইপিএল টেবলে লখনউ আছে চারে। পাঞ্জাব কিংস ছয়ে। প্লে-অফ নিশ্চিত করতে আজ লখনউকে জিততে হবে। আর পাঞ্জাবের জন্য এই ম্যাচ হল প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াই। ফলে তাদেরও জিততে হবে। অথচ জিতবে মোটে একটি দলই।

আরও পড়ুন-সময়কে কাজে লাগাতে শুরু করুন এখন থেকেই

শেষ ম্যাচে লখনউ ৩৬ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আর পাঞ্জাব ১১ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। তবে পাঞ্জাবের জন্য এই ম্যাচে সবথেকে কঠিন চ্যালেঞ্জ হল কে এল রাহুলকে থামানো। আইপিএলে এবার দুটি সেঞ্চুরি হয়ে গিয়েছে লখনউ অধিনায়কের। করেছেন ৩৬৮ রান। রানের দিক থেকে জস বাটলারের পরেই আছেন রাহুল। পাঞ্জাবের সুবিধা এটাই যে তাদের হাতে কাগিসো রাবাডার মতো বোলার আছে। ডেথ ওভারে অর্শদীপের বোলিংয়েরও খুব প্রশংসা হচ্ছে। এঁদের সঙ্গে ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা ও রাহুল চাহার মিলে প্রীতি জিন্টার দলের বোলিং আক্রমণ বেশ ভাল। পুণের এমসিএ মাঠে ভাল রান উঠছে।

আরও পড়ুন-অন্তরঙ্গ ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া বিজেপি বিধায়কের কুকীর্তি

ফলে রাহুলের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানের সামনে পাঞ্জাবের এই বোলিং লাইন-আপ যথেষ্ট কাজে আসতে পারে। চাহার এখনও পর্যন্ত দশটি উইকেট নিয়েছেন। পাঞ্জাবের সুবিধা এটাই যে, আগের ম্যাচে ৮৮ রান করা শিখর ধাওয়ান ছন্দে আছেন। কিন্তু অধিনায়ক মায়াঙ্কের একটি হাফ সেঞ্চুরি ছাড়া নামের পাশে কিছু নেই। বড় রান করতে হলে মিডল অর্ডারে জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনকে রান পেতে হবে। লিভিংস্টোন মাঝেমধ্যে জ্বলে উঠলেও ধারাবাহিকতা দেখাতে পারছেন না।

আরও পড়ুন-পুরুলিয়ায় বন-ক্যামেরায় আবার চিতাবাঘ

রাহুলের জন্য একটু সমস্যা এটাই যে, ডি’কক ভাল শুরু করেও এখন রান পাচ্ছেন না। মণীশ পাণ্ডেও তেমন ছন্দে নেই। মার্কাস স্টোইনিসও যেন গতবারের ছায়া। ফলে প্রত্যাশার চাপ এসে পড়ছে নতুন মুখ আয়ুষ বাদোনি, দীপক হুদা ও জেসন হোল্ডারের উপর। বোলিংয়ে দুষ্মন্ত চামিরা ও হোল্ডার খারাপ বল করছেন না। দুজনে মিলে ১৪টি উইকেট নিয়েছেন। তবে ক্রুণাল পাণ্ডিয়া ও রবি বিষ্ণোইয়ের আট ওভারে ম্যাচে অনেক কিছু ঘটে যেতে পারে। ফলে এই দুজনকে সামলে খেলতে হবে।

Latest article